হোসেমি, নাতো কলকাতাতেই

লিভারপুল, মালাগা, ভিলারিয়ালে খেলে আসা হোসেমিকে রেখে দিল আটলেটিকো দি কলকাতা। হোসেমির সঙ্গে নাতোকেও রেখে দেওয়া হচ্ছে।

Advertisement
শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ০৩:১৯
Share:

লিভারপুল, মালাগা, ভিলারিয়ালে খেলে আসা হোসেমিকে রেখে দিল আটলেটিকো দি কলকাতা। হোসেমির সঙ্গে নাতোকেও রেখে দেওয়া হচ্ছে। কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলেছেন, ‘‘দলকে চ্যাম্পিয়ন করার পিছনে নাতো আর হোসেমির অবদান অনেক। তাই এ বছরও ওদের রেখে দেওয়া হচ্ছে।’’ আটলেটিকো তিন জন বিদেশি চূড়ান্ত করে ফেলল। হোসেমি, নাতোর আগে এডওয়ার্ড হিউমের সঙ্গে চুক্তি করা হয়েছে। গত বছর হিউম কেরল ব্লাস্টার্সে ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement