Cricket

পিসিবি-র অনুরোধেই পিছিয়েছে ২০২৩ বিশ্বকাপ?

আগের সূচি অনুযায়ী, ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে। সেই টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২২ সালে। আর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপও পিছিয়ে দিয়েছে আইসিসি। ভারতের মাটিতে ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা ছিল এই ওয়ানডে বিশ্বকাপ। 

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৩ জুলাই ২০২০ ১৯:১১
Share:

পিসিবি প্রধান এহসান মানি ও বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

করোনা আতঙ্কে চলতি বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিয়েছে আইসিসি।পরিবর্তিত সূচি অনুযায়ী ২০২১ সালে হবে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ।

Advertisement

আগের সূচি অনুযায়ী, ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে। সেই টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২২ সালে। আর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপও পিছিয়ে দিয়েছে আইসিসি। ভারতের মাটিতে ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা ছিল এই ওয়ানডে বিশ্বকাপ।

সংবামাধ্যমের খবর অনুযায়ী, ওই সময়ে পাকিস্তান সুপার লিগ করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই কারণেই পিসিবি প্রধান এহসান মানি ওয়ানডে বিশ্বকাপ ফেব্রুয়ারি-মার্চ থেকে সরিয়ে অক্টোবর-নভেম্বরে করার অনুরোধ করেন। শেষ পর্যন্ত তাঁর অনুরোধে সাড়া দেয় আইসিসি। ২০২৩ বিশ্বকাপের দিন ক্ষণ পরিবর্তন করা হয়।

Advertisement

আরও পড়ুন: অতিরিক্ত ঠান্ডা পানীয় খাওয়ায় সৌরভকে সহ অধিনায়কই করতে চাননি কোচ!

চলতি বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ না হওয়ায় প্রাক্তন পাক ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে দুষছিলেন। শোয়েব আখতারের মতো প্রাক্তন পেসার পাকিস্তানের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘গোল্লায় যাক টি টোয়েন্টি বিশ্বকাপ, আইপিএল-এর যেন ক্ষতি না হয়।’’

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বেরিয়ে এল, পিএসএল করার জন্যই ফেব্রুয়ারি-মার্চে হচ্ছে না ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ। তার বদলে তা পিছিয়ে গেল আট মাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন