পিতা বনাম পুত্র জিদানের লড়াই

প্রথম জন রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান। দ্বিতীয় জন দেপোর্তিভো আলাভেসের মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। কিন্তু তাঁর আসল পরিচয়— জিদানের বড় ছেলে! আজ, শনিবার আকর্ষণের কেন্দ্রে পিতা বনাম পুত্র দ্বৈরথ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৩০
Share:

প্রতিদ্বন্দ্বী: জুটি ভেঙে এই মরসুমে প্রতিপক্ষ জিদান ও এনজো। ফাইল চিত্র

এক জন লা লিগায় খেতাবের দৌড়ে রিয়াল মাদ্রিদকে ফিরিয়ে আনতে মরিয়া। অন্য জনের লক্ষ্য অবনমনের আতঙ্ক থেকে দেপোর্তিভো আলাভেস-কে উদ্ধার করা।

Advertisement

প্রথম জন রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান। দ্বিতীয় জন দেপোর্তিভো আলাভেসের মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। কিন্তু তাঁর আসল পরিচয়— জিদানের বড় ছেলে!

আজ, শনিবার আকর্ষণের কেন্দ্রে পিতা বনাম পুত্র দ্বৈরথ।

Advertisement

রিয়াল মাদ্রিদের জুনিয়র দল থেকেই উত্থান এনজো-র। গত মরসুমেই তাঁকে সিনিয়র দলে নিয়ে আসেন জিদান। কিন্তু মাত্র চার মাস আগেই রিয়াল ছেড়ে আলাভেসে সই করেন। আশ্চর্য সন্ধিক্ষণে দাঁড়িয়ে এনজো বলছেন, ‘‘অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমার কাছে এটা বিশেষ ম্যাচ।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘বাবা অসাধারণ ফুটবলার ছিলেন। সব সময় ওঁকে অনুসরণ করার চেষ্টা করি। বাবা আমার কাছে উদাহরণ।’’

তা হলে রিয়াল ছেড়ে আলাভেসে গেলেন কেন? এনজো-র ব্যাখ্যা, ‘‘রিয়ালে খেলার সুযোগ পাওয়ার জন্য আমি গর্বিত। তাই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। কিন্তু পরিস্থিতি অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করে।’’

এনজো-ই যে তাঁর উদ্বেগের কারণ, সেটা খোলাখুলিই জানিয়েছেন জিদান। বলেছেন, ‘‘এনজোর জন্য আমি গর্বিত। প্রচুর পরিশ্রম করে ও এই জায়গায় এসেছে। কিন্তু শনিবার মাঠে আমরা শত্রু। ওর জন্যই আমি একটু চিন্তিত। চাই না রিয়ালের বিরুদ্ধে এনজো গোল করুক।’’ সেই স্পষ্ট করে দিয়েছেন, এই ম্যাচের আগে ছেলেকে কোনও পরামর্শও দেবেন না। রিয়াল ম্যানেজার বলেছেন, ‘‘এই মুহূর্তে আমি এনজোর কোচ নই। শুধুই বাবা। তাই এই ম্যাচের আগে ওকে কোনও পরামর্শ দেব না।’’

এনজো-কে নিয়ে দুশ্চিন্তার মধ্যেই জিদানের উদ্বেগ আরও বাড়ালেন ডিফেন্ডার মার্সেলো ভিয়েরা দ্য সিলভা। চোট পেয়ে এক মাসের জন্য তিনি ছিটকে গিয়েছেন দল থেকে।

এই মুহূর্তে পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে লা লিগ টেবিলে অষ্টম স্থানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-রা। জিতেছে মাত্র দু’টো ম্যাচ। ব্যর্থতার জন্য নিজেকেই দায়ী করলেন জিদান। আলাভেস ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে রিয়াল ম্যানেজার মজা করে বলেছেন, ‘‘আমার জন্যই রিয়াল জিততে পারল না।’’

শনিবার নামছে অ্যাওয়ে ম্যাচ জিরোনা-র বিরুদ্ধে নামছে বার্সেলোনা-ও। পাঁচে পাঁচ করে ১৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে লিওনেল মেসি-রা। কিন্তু বার্সেলোনা অন্দরমহলে অস্বস্তি বাড়িয়েছেন ইভান রাকিতিচ। জিরোনা ম্যাচের আগে তিনি বলেছেন, ‘‘নেমারকে ছাড়ার সিদ্ধান্ত ভুল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন