জাডেজার বড় চ্যালেঞ্জ

টানা আট মরসুম চেন্নাই সুপার কিংগসে সতীর্থ থাকলেও এ বার আইপিএলে পুরনো দলের অধিনায়ক তাঁর প্রতিদ্বন্দ্বী। পুণের মহেন্দ্র সিংহ ধোনিকে বল করতে হবে তাঁকে।

Advertisement
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৫ ০৪:২৯
Share:

টানা আট মরসুম চেন্নাই সুপার কিংগসে সতীর্থ থাকলেও এ বার আইপিএলে পুরনো দলের অধিনায়ক তাঁর প্রতিদ্বন্দ্বী। পুণের মহেন্দ্র সিংহ ধোনিকে বল করতে হবে তাঁকে। যেটা কঠিন চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজকোটের রবীন্দ্র জাডেজা। আইপিএল ড্রাফটিংয়ের পর ধোনি এখন পুণের সম্ভাব্য অধিনায়ক আর জাডেজা রাজকোটের অলরাউন্ডার। জাডেজা বলেছেন, ‘‘ছোট ফর্ম্যাটের ক্রিকেটে ধোনির বিরুদ্ধে বল করা খুব কঠিন। ধোনি সেরা ফিনিশার হিসেবে নিজেকে প্রমাণ করেছে বারবার। তবে আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement