রাজকোটে নেই অ্যান্ডারসন

এখনও তিন সপ্তাহ বাকি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হতে। কিন্তু বুধবারই ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক জানিয়ে দিলেন, আগামী ৯ নভেম্বর রাজকোটে প্রথম টেস্টে দলের অভিজ্ঞতম ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন খেলবেন না।

Advertisement
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৬ ০৩:৪৫
Share:

এখনও তিন সপ্তাহ বাকি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হতে। কিন্তু বুধবারই ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক জানিয়ে দিলেন, আগামী ৯ নভেম্বর রাজকোটে প্রথম টেস্টে দলের অভিজ্ঞতম ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন খেলবেন না। ওই সময়েও তাঁর বাঁ কাঁধের চোট পুরোপুরি সেরে ওঠার কোনও সম্ভাবনা নেই। কুক জানান, অ্যান্ডারসন হয়তো নেটে বল করার মতো ফিট হয়ে উঠবেন। কিন্তু টেস্ট ম্যাচ খেলার জন্য তৈরি হয়ে ওঠা সম্ভব নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement