ইয়ানিক সিনার (বাঁ দিকে) এবং গ্রিগর দিমিত্রভ। ছবি: রয়টার্স।
সোমবার এ বারের উইম্বলডনে সবচেয়ে বড় অঘটনটি ঘটতে পারত। কিন্তু অল্পের জন্য বেঁচে গেলেন ইয়ানিক সিনার। বিশ্বের এক নম্বর ও প্রতিযোগিতার শীর্ষ বাছাই সিনার বিদায় নিতে পারতেন প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে।
৯ নম্বর বাছাই গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে সিনার প্রথম দু’টি সেটে ৩-৬, ৫-৭ গেমে হেরে গিয়েছিলেন। তৃতীয় সেটে ২-২ অবস্থায় চোটের জন্য ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন দিমিত্রভ। না হলে ১০ বছর পর উইম্বলডনের কোয়ার্টারে চলে যেতে পারতেন তিনি। ঘটনা হল, সিনার নিজেও কনুইয়ের চোটে ভুগছেন। তিনি বুধবারের কোয়ার্টার ফাইনালে অনিশ্চিত।
সোমবার তৃতীয় সেটে নিজের সার্ভিস ধরে রাখার পরেই বুকের পেশিতে চোট লাগে দিমিত্রভের। ব্যথা অনুভব করার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান বুলগেরিয়ার এই খেলোয়াড়। সকলেই ভয় পেয়ে যান। চিকিৎসার জন্য ফিজিও তাঁকে নিয়ে যান। কয়েক মিনিটের মধ্যেই চোখে জল নিয়ে দিমিত্রভ বেরিয়ে আসেন এবং সিনারের সঙ্গে হাত মিলিয়ে তাঁকে ওয়াকওভার দেন। গ্র্যান্ড স্ল্যামে এই নিয়ে টানা পাঁচ বার চোটের কারণে ওয়াকওভার দিতে হযল দিমিত্রভকে।
কোয়ার্টার ফাইনালে ওঠার পর সিনার বলেন, “আমি আসলে কী বলবো বুঝতে পারছি না। গ্রিগর একজন অসাধারণ খেলোয়াড়। আমরা সবাই আজ তা দেখেছি। গত কয়েক বছর ধরে ভাগ্য ওর সঙ্গ দিচ্ছেন না। ও আমার একজন ভালো বন্ধুও। কোর্টের বাইরেও আমরা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারি। ওকে এই অবস্থায় দেখা আমার কাছেও হৃদয়বিদারক।”
তিনবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সিনার জানিয়েছেন, তিনি এটাকে জয় হিসেবে নেবেন না। সিনার বলে, ‘‘আমি শুধু আশা করছি, ও দ্রুত সেরে উঠবে। আমি এটাকে জয় হিসেবে নিচ্ছি না। জিতেছি, এটা ভাবতে ভাল লাগছে না।’’
সিনার আগামী বুধবার কোয়ার্টার ফাইনালে বেন শেল্টনের মুখোমুখি হবেন। লরেঞ্জো সোনেগোকে হারিয়ে শেল্টন শেষ আটে নিজের জায়গা নিশ্চিত করেছেন। কিন্তু এই ম্যাচে সিনার নিজেই অনিশ্চিত হয়ে পড়েছেন। দ্বিতীয় সেটের মাঝে কনুইয়ে ব্যথা শুরু হয় সিনারের। তিনিও মেডিক্যাল টাইমআউট নেন। দিমিত্রভ চোট পাওয়ার আগে অবশ্য ছন্দ ফিরে পান সিনার।
কিন্তু সিনার পরে বলেন, তাঁর এমআরআই স্ক্যান করানো হবে। মঙ্গলবার স্ক্যান হওয়ার কথা। তারপর বোঝা যাবে চোট গুরুতর কি না।
মহিলাদের সিঙ্গলসে ইগা সিয়নটেক ৬-৪, ৬-১ গেমে ক্লারা টাউসনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন।