(বাঁ দিকে) ইয়ানিক সিনার এবং কার্লোস আলকারাজ় (ডান দিকে)। —ফাইল চিত্র।
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের আগেই মুখোমুখি ইয়ানিক সিনার এবং কার্লোস আলকারাজ়। সিনসিনাটি ওপেনের ফাইনালে লড়াই হবে বিশ্বের অন্যতম সেরা দুই খেলোয়াড়ের। ইউএস ওপেনের আগে এটাই তাঁদের শেষ প্রতিযোগিতা।
গত বারের চ্যাম্পিয়ন সিনার সেমিফাইনালে ৭-৬ (৭-৪), ৬-২ ব্যবধানে হারিয়েছেন যোগ্যতা অর্জন পর্বে খেলে আসা এটিপি ক্রমতালিকায় ১৩৬ নম্বরে থাকা টেরেন্স অ্যাটমানেকে। অন্য দিকে, আলকারাজ়ের কাছে সেমিফাইনালে হেরেছেন এটিপি ক্রমতালিকায় তৃতীয় স্থানে থাকা আলেকজান্ডার জ়েরেভ। আলকারাজ়ের পক্ষে ম্যাচের ফল ছিল ৬-৪, ৬-৩।
২০২৫ সালে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে দু’বার মুখোমুখি হয়েছেন সিনার এবং আলকারাজ়। ফরাসি ওপেন ফাইনালে ৪-৬, ৬-৭ (৪-৭), ৬-৪, ৭-৬ (৭-৩), ৭-৬ (১০-২) ব্যবধানে জেতেন আলকারাজ়। উইম্বলডন ফাইনালে তিনি হারেন ৬-৪, ৪-৬, ৪-৬, ৪-৬ ব্যবধানে। সেই হিসাবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের আগে সিনসিনাটি ওপেন ফাইনালে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে দু’জনের সামনেই।
ফাইনালে নামার আগে আলকারাজ় বলেছেন, ‘‘আমরা সব সময় নিজেদের সেরা টেনিস খেলার চেষ্টা করি। মুখোমুখি হলে আমরা পরস্পরের টেনিসের মান বাড়িয়ে দিই। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। চেষ্টা করব শেষ ম্যাচের ভুলগুলো আবার না করার। কোর্টে আরও নিখুঁত থাকার চেষ্টা করব। ১০০ শতাংশ উজাড় করে দেব। ফাইনাল ম্যাচের জন্য মানসিক ভাবে আমি প্রস্তুত।’’
সাম্প্রতিক ফর্মের বিচারে কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছেন আলকারাজ়। যদিও এই পর্যায়ের ম্যাচ ফর্ম দিয়ে বিচার করা যায় না। এটিপি ক্রমপর্যায়ে প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা দুই খেলোয়াড়ের লড়াইয়ে গুরুত্ব নেই অতীত পরিসংখ্যানেরও। ম্যাচের সময় যিনি ভাল খেলবেন, তিনিই চ্যাম্পিয়ন হয়ে নামবেন ইউএস ওপেনে।