Neeraj Chopra

আমার দেশপ্রেম নিয়েও প্রশ্ন! পাকিস্তানের আরশাদকে ভারতে আমন্ত্রণ জানানো নিয়ে মুখ খুললেন নীরজ

পহেলগাঁও কাণ্ডের মুখে আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানানো নিয়ে ক্ষুব্ধ জনতা। নীরজ এবং তাঁর পরিবারকে কটূক্তি করা হচ্ছিল। এর মাঝেই উত্তর দিলেন নীরজ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১০:৩৫
Share:

নীরজ চোপড়ার সঙ্গে আরশাদ নাদিম। —ফাইল চিত্র।

ভারতকে অলিম্পিক্সে সোনা জেতানো নীরজ চোপড়ার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। পহেলগাঁও কাণ্ডের মুখে আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানানো নিয়ে ক্ষুব্ধ জনতা। নীরজ এবং তাঁর পরিবারকে কটূক্তি করা হচ্ছিল। এর মাঝেই উত্তর দিলেন নীরজ। অবাক হয়েছেন তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠায়।

Advertisement

টোকিয়ো অলিম্পিক্সে জ্যাভলিন থ্রো-য়ে সোনা জিতেছিলেন নীরজ। প্যারিস অলিম্পিক্সে পেয়েছিলেন রুপো। পর পর দু’টি অলিম্পিক্সে পদকজয়ী নীরজ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। বেঙ্গালুরুতে হবে এনসি ক্লাসিক নামের সেই প্রতিযোগিতা। সেখানেই পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদকে আমন্ত্রণ জানিয়েছিলেন নীরজ। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর সেই নিয়েই উঠেছে প্রশ্ন।

নীরজ সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, “আরশাদ নাদিমকে এনসি ক্লাসিকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রচুর কথা হচ্ছে। চারিদিকে শুধু ঘৃণা আর কটূক্তি। আমার পরিবারকেও ছাড়া হচ্ছে না। একজন ক্রীড়াবিদ হিসাবে আরশাদকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার চেয়ে বেশি কিছু নয়। আমার লক্ষ্য ছিল এনসি ক্লাসিকের মাধ্যমে বিশ্বের সেরাদের ভারতে আনা। সব ক্রীড়াবিদের কাছে আমন্ত্রণ সোমবার পাঠানো হয়েছিল। পহেলগাঁও কাণ্ডের আগেই আমন্ত্রণ চলে গিয়েছিল। পরের ৪৮ ঘণ্টায় যা ঘটেছে, তার পর আরশাদের এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।”

Advertisement

সপ্তাহের শুরুতে সাংবাদিক বৈঠক করে নীরজ জানিয়েছিলেন, এনসি ক্লাসিক হরিয়ানা থেকে সরিয়ে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছে। বিশ্বের সেরা জ্যাভলিন থ্রোয়ারদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। সেই তালিকায় ছিল আরশাদের নামও। যদিও পাক জ্যাভলিন থ্রোয়ার প্রতিযোগিতায় দেবেন কি না তা নিশ্চিত করে জানানো হয়নি। পরে প্রতিযোগীদের যে তালিকা দেওয়া হয়, সেখানে আরশাদের নাম ছিল না।

নীরজ লেখেন, “আমি খুব কম কথার মানুষ। তার মানে এই নয় যে, কোনও ভুল দেখলে কথা বলব না। আর যখন আমার দেশপ্রেম এবং পরিবারের সম্মান নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন তো মুখ খুলবই। আমার কাছে দেশ সব সময় আগে। যে সব মানুষ নিজের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। পহেলগাঁওয়ে যা ঘটেছে, তা নিয়ে গোটা দেশের মতো আমিও শোকাহত এবং ক্ষুব্ধ। আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী যে, আমার দেশ ঠিক এর জবাব দেবে এবং দেশের শক্তি প্রদর্শন করবে।”

অলিম্পিক্স পদকজয়ীর দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠায় তিনি মর্মাহত। নীরজ লিখেছেন, “এত বছর ধরে গর্বের সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছি। সেখানে আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠলে খারাপ লাগে। ভেবে কষ্ট হচ্ছে যে, মানুষকে এটা বোঝাতে হচ্ছে। কোনও কারণ ছাড়া আমার পরিবারকে আক্রমণ করা হয়েছে। আমরা খুবই সাধারণ মানুষ। এই সবের মধ্যে আমাদের টানবেন না। অনেক ভুল তথ্য সংবাদমাধ্যমে দেখতে পাচ্ছি। আমি চুপ করে আছি বলে সেগুলো সত্যি হয়ে যাবে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement