Virat Kohli

Team India: ভারত ভাল খেলছে, কোহলীই অধিনায়ক, জানিয়ে দিল সৌরভের ভারতীয় ক্রিকেট বোর্ড

শাহের মতে ইংল্যান্ডে টেস্ট সিরিজে ২-১ এগিয়ে ভারত। টি২০ ক্রিকেটেও ভারতের পারফরমেন্স খুব খারাপ নয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১ ১০:০৭
Share:

ভরসা রাখছেন বিরাট কোহলীর উপরেই। —ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক মাস বাকি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ভরসা রাখছেন বিরাট কোহলীর উপরেই। কিছু দিন আগে শোনা গিয়েছিল বিশ্বকাপের পরেই সাদা বলের ক্রিকেটে অধিনায়ক পরিবর্তন হবে। সেই সম্ভাবনা প্রায় নাকচ করে দিলেন জয় শাহ।

এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, “মাঠে দল যদি ভাল খেলে তা হলে অধিনায়ক বদলের প্রশ্নই ওঠে না।” শোনা গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় দলে অধিনায়ক পরিবর্তন হবে সাদা বলের ক্রিকেটে। বিরাট কোহলী ব্যাটিংয়ে মন দিতে চান বলে একদিনের এবং টি২০ ক্রিকেটে রোহিত শর্মাকে অধিনায়ক করা হবে জানা গিয়েছিল।

Advertisement

শাহের মতে ইংল্যান্ডে টেস্ট সিরিজে ২-১ এগিয়ে ভারত। টি২০ ক্রিকেটেও ভারতের পারফরমেন্স খুব খারাপ নয়। আইসিসি-র কোনও ট্রফি কোহলী জিততে না পারলেও টি২০ সিরিজ হারেননি তিনি। তবে বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের দোরগোড়া থেকে ফিরতে হয়েছে।

Advertisement

এ বারের টি২০ বিশ্বকাপে তাই ভারতীয় দলে মেন্টর হিসেবে আনা হয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে। দু’টি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ধোনির মস্তিষ্ককে তাই কাজে লাগাতে চাইছে ভারত। আইপিএল-এও ধোনির সাফল্য বহুগুণ বেশি কোহলীর থেকে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই বাজিমাৎ করতে চাইছে ভারত।

বহুদিন ধরেই সাদা বলের ক্রিকেটে রোহিতকে অধিনায়ক করার দাবি উঠছে। কোহলী ছন্দে না থাকায় সেই দাবি আরও জোরালো হয়। তবে এখনই তেমন ভাবনা নেই বলেই জানিয়ে দিলেন জয় শাহ। সবই নির্ভর করবে কোহলীর ভারতের সাফল্যের উপর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন