Darren Bravo

স্মিথের মতোই মাঠ ছাড়তে হল ব্র্যাভোকে, অ্যাশেজের ছায়া কিংস্টোনে

কিংস্টোনেও ড্যারেন ব্র্যাভোর কনকাশন হওয়ায় জারমেইন ব্ল্যাকউডকে ওয়েস্ট ইন্ডিজ দলে অন্তর্ভুক্ত করে কনকাশন-সাব হিসেবে।

Advertisement

সংবাদ সংস্থা

কিংস্টোন শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯ ২২:০২
Share:

কলকাশন হওয়ায় মাঠ ছাড়তে হল ব্র্যাভোকে। ছবি: এএফপি।

অ্যাশেজের দ্বিতীয় টেস্টের ছায়া কিংস্টোনে। অ্যাশেজে জোফ্রা আর্চারের বাউন্সার এসে আছড়ে পড়েছিল স্মিথের ঘাড়ে। মাটিতে লুটিয়ে পড়েছিলেন স্মিথ।

Advertisement

সেই চোটের জেরে লর্ডস টেস্টের পঞ্চম দিন ছিটকে যান স্মিথ। তাঁর কনকাশন হওয়ায় মারনাস ল্যাবুশানেকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিংস্টোনে ড্যারেন ব্র্যাভোর কনকাশন হওয়ায় জারমেইন ব্ল্যাকউডকে ওয়েস্ট ইন্ডিজ দলে অন্তর্ভুক্ত করে কনকাশন-সাব হিসেবে।

দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ২৩ রানে অবসৃত হন ব্র্যাভো। দিনের চতুর্থ ওভারে যশপ্রীত বুমরাকে কভার দিয়ে বাউন্ডারিতে পাঠানোর পরেই উঠে যান ব্র্যাভো। তৃতীয় দিনের শেষ ওভারে বুমরার বাউন্সার এসে আছড়ে পড়েছিল স্মিথের হেলমেটে। ওই আঘাতের পরে আরও দু’টি বল খেলেন ব্র্যাভো। সোমবার সকালে আরও দশ বল খেলেন ক্যারিবিয়ান ক্রিকেটার। পরীক্ষা করে দেখা গিয়েছে কনকাশন হয়েছে স্মিথের।

Advertisement

ক্যারিবিয়ানরা ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে ব্ল্যাকউডকে নেওয়ার আবেদন করে। বুনও তাঁদের আবেদন মেনে নেয়। ব্ল্যাকউড ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে ছিলেন না। দু’ বছর আগে শেষ বার তিনি খেলেছেন জিম্বাবোয়েতে। মারনাস ছিলেন প্রথম কনকাশন-সাব। ব্ল্যাকউড দ্বিতীয় কনকাশন সাব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন