Commonwealth Games 2018

শুটিংয়ে জিতুর সোনা, ভারোত্তোলনে রুপো

সোমবার ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন জিতু রাই। তিনি স্কোর করেন ২৩৫.১।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৮ ১০:০৫
Share:

সোনা জয়ের পর। ছবি: গেটি ইমেজস।

গোল্ড কোস্টে সোনার দৌড় অক্ষুণ্ণ রাখল ভারত। কমনওয়েলথ গেমসের পঞ্চম দিনেও সোনা দিয়েই শুরু করল ভারত। সৌজন্যে ভারতীয় শুটাররা। পাশাপাশি নিজেদের সোনার ফর্ম বজায় রেখে পদক জিতলেন ভারোত্তোলকরাও।

Advertisement

সোমবার ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন জিতু রাই। তিনি স্কোর করেন ২৩৫.১। একই ইভেন্টে ব্রোঞ্জ পেলেন ভারতের ওমপ্রকাশ মিথারভাল। পাশাপাশি, পুরুষদের ভারোত্তলনের ১০৫ কেজি বিভাগে রুপো পেলেন প্রদীপ সিংহ।

রিও অলিম্পিক্সে হতাশাজনক পারফরম্যান্সের পর দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন জিতু। গত বছরের শুরুতে দিল্লিতে বিশ্বকাপে হিনা সিধু-র সঙ্গে জুটি বেঁধে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন। তবে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে প্রত্যাশিত সাফল্য পাননি। ব্রিসবেনের ওই টুর্নামেন্টের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পান। ৫০ মিটার পিস্তলেও ব্রোঞ্জ জেতেন তিনি। জোড়া ব্রোঞ্জ পেয়ে হতাশ জিতু জাতীয় চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটান। সেই ধারাই অব্যাহত রাখলেন কমনওয়েলথ গেমসেও। তাঁর হাত ধরেই পঞ্চম দিনে সোনা এল ভারতের ঘরে। ফলে ভারতের পদক সংখ্যা বেড়ে হল ১৫। আটটি সোনা, তিনটি রুপো ও চারটি ব্রোঞ্জ নিয়ে ভারত এখন পদক তালিকার তিন নম্বরে।

Advertisement

আরও পড়ুন: শুটিংয়ে রেকর্ড ভারতের বিস্ময় বালিকার

প্রসঙ্গত, রবিবারই ১০ মিটার এয়ার পিস্তলে বিস্ময় স্মৃষ্টি করেছিলেন মনু ভাখের। অভিষেকের কমনওয়েলথ গেমসেই সোনা জিতে নতুন রেকর্ডও গড়েন মনু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement