বিরাট-শিক্ষা নিয়েই লড়াইয়ের পরামর্শ রুটদের

যে বিরাট কোহালির এক সময় ইংল্যান্ডে সাফল্য বলতে সে রকম কিছু ছিল না, সেই কোহালির কাছেই এখন ইংল্যান্ডের ব্যাটসম্যানদের শিখতে বলছেন তাঁদের সহকারী কোচ, এর চেয়ে বড় সাফল্য বোধহয় আর কিছুই হতে পারে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৮ ০৫:৩১
Share:

আদর্শ: কোহালির ব্যাটিংকে উদাহরণ করার কথা উঠছে। ফাইল চিত্র

বিরাট কোহালির ব্যাটিং থেকে শিক্ষা নিয়েই কি ট্রেন্ট ব্রিজে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে লড়াই করে গেলেন ইংল্যান্ড ব্যাটসম্যানরা? জো রুটদের সহকারী কোচ পল ফারব্রেস আগের দিন যা বলেছিলেন, তা বেন স্টোকস ও জস বাটলাররা অক্ষরে অক্ষরে পালন করে থাকলে সেটাই হয়েছে হয়তো।

Advertisement

প্রথম ইনিংসে ১৬১ রানে অল আউট হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের লক্ষ্য ৫২১ রান তোলা। যা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। মঙ্গলবার ৬২ রানের মধ্যে চার উইকেট পড়ে যাওয়ার পরে স্টোকস ও বাটলার সারা দিন ধরে যে রকম ধৈর্যের পরীক্ষা দেন, সে রকমই ভারতীয় বোলারদেরও ধৈর্যের পরীক্ষার মুখে ফেলেন। সোমবার তৃতীয় দিনে খেলার পরেই যে তাঁদের বিরাটের ব্যাটিং থেকে শিক্ষা নিয়ে ধৈর্যের পরীক্ষা দেওয়ার এই পাঠ দিয়েছিলেন দলের ব্যাটসম্যানদের, তা জানান সহকারী কোচ ফারব্রেস। বলেন, ‘‘আমি বিশ্বাস করি, খেলোয়াড়দের কাছ থেকেই খেলোয়াড়রা সবচেয়ে ভাল শেখে। আমাদের ব্যাটসম্যানদেরও কোহালির ব্যাটিং থেকে শেখা উচিত ও কেমন শেষ পর্যন্ত বল দেখে খেলে আর তৃতীয় ও চতুর্থ স্লিপকে কী ভাবে কাজে লাগায়। সেরা খেলোয়াড়রা, অন্যান্য সেরা খেলোয়াড়দের কাছ থেকেই শেখে। আর সেরা খেলাটার সঙ্গেই মানিয়ে নেওয়ার চেষ্টা করে। আর কোহালির চেয়ে ভাল অনুসরণযোগ্য ব্যাটসম্যান আর কে হতে পারে?’’

যে বিরাট কোহালির এক সময় ইংল্যান্ডে সাফল্য বলতে সে রকম কিছু ছিল না, সেই কোহালির কাছেই এখন ইংল্যান্ডের ব্যাটসম্যানদের শিখতে বলছেন তাঁদের সহকারী কোচ, এর চেয়ে বড় সাফল্য বোধহয় আর কিছুই হতে পারে না। মঙ্গলবার কঠিন পরীক্ষা দিতে নামার আগে তাঁদের সহকারী কোচ তাঁদের বলেন, ‘‘ওদের বলি, আগের ইনিংসে খুব খারাপ পারফরম্যান্স দেখানোর পরে দ্বিতীয় ইনিংসে আশা করি তোমরা সাহসিকতার পরিচয় দেবে। আশা করি, তোমরা প্রমাণ করতে পারবে, কত ভাল ও দৃঢ় চরিত্রের ক্রিকেটার তোমরা।’’

Advertisement

সোমবার সিরিজের দ্বিতীয় ও টেস্টের ২৩তম সেঞ্চুরি করার পরে ইংল্যান্ড শিবিরে এখন সবচেয়ে শ্রদ্ধেয় ক্রিকেটারের নাম যে কোহালি, তার ইঙ্গিত ফারব্রেসের কথাতেই পাওয়া যায়। তিনি বলেন, ‘‘দেখা যাচ্ছে কোহালিই এখন বিশ্বের সেরা ক্রিকেটার। যে ভাবে নিজেকে উন্নত করে তুলেছে ও। এই সিরিজে যে রকম খেলেছে, তার পরে বলতেই হচ্ছে, ও অসাধারণ। ওর খেলা দেখতে আমার খুবই ভাল লাগে। এই সফরে এসে নিজেকে খুবই ভাল ভাবে প্রস্তুত করেছে। প্রচণ্ড পরিশ্রম করেছে ছেলেটা। এত যে রান পেয়েছে, এটা ওর প্রাপ্য ছিল। আমাদের বোলাররা হয়তো বলবে, ওকে একাধিকবার সুযোগ দিয়েছি আমরা। কিন্তু তবুও বলব, ও নিজেকে অনেক উন্নত করেছে। কত উচ্চমানের ব্যাটসম্যান, তা প্রমাণ করেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন