কোচকে ছেঁটেই ফেললেন আব্রাহাম

দলের এ পর্যন্ত খেলা সাতটি ম্যাচের মধ্যে জয় মাত্র একটিতে। দু’গোল দিয়ে বারো গোল হজম করেছে তারা। স্বভাবতই টিমের পারফরম্যান্সে খুশি ছিলেন না জন আব্রাহাম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৮ ০৪:৩৬
Share:

অসন্তুষ্ট: এ বারও টিমের পারফরম্যান্সে খুশি নন জন।

কোচ পরিবর্তন চলছেই। আই লিগের এ বার টিমের পর এ বার কোচ বদলাল আইএসএল-এর টিমেও।

Advertisement

বুধবারই জন আব্রাহামের টিম নর্থইস্ট ইউনাইটেড দায়িত্ব থেকে সরিয়ে দিল তাদের পর্তুগিজ কোচ জোয়াও দে দিউস-কে। গুয়াহাটির দলটি যদিও বিদায়ী কোচের পরিবর্তে স্থায়ী কাউকে নিয়োগ করেনি এখনও পর্যন্ত। অস্থায়ী কোচ হিসেবে আপাতত নর্থইস্ট ইউনাইটেডের গোলকিপার কোচ জোসেফ সিডি-কেই কাজ চালিয়ে নিতে বলা হবে বলে খবর।

দলের এ পর্যন্ত খেলা সাতটি ম্যাচের মধ্যে জয় মাত্র একটিতে। দু’গোল দিয়ে বারো গোল হজম করেছে তারা। স্বভাবতই টিমের পারফরম্যান্সে খুশি ছিলেন না জন আব্রাহাম। সেই কারণেই কোচ বদলের এই সিদ্ধান্ত বলে মনে করছেন নর্থইস্ট ইউনাইটেডের কর্তাব্যক্তিরা। আগামী শনিবার ৬ জানুয়ারি নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচ রয়েছে এফসি গোয়ার বিরুদ্ধে। ঘরের মাঠে সেই ম্যাচে অস্থায়ী কোচের তত্ত্বাবধানেই খেলতে নামবে গুয়াহাটির দলটি। তবে কোচ বদল হলেও এ বারও প্রথম চারে থেকে প্লে অফ ম্যাচে খেলা খুবই কঠিন জন আব্রাহামের দলের কাছে। কারণ সাত ম্যাচে দলের জয় মাত্র এক। এই পরিস্থিতিতে নতুন কোচের পরামর্শে নর্থইস্ট ইউনাইটেড কতটা ঘুরে দাঁড়াবে সেটাই দেখার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement