Sports News

অ্যাস্টন ভিলায় জন টেরি

২২টি ট্রফি দিয়েই ক্লাব ছেড়েছিলেন ৩৬ বছরের জন টেরি। শেষ ম্যাচে তাঁকে সম্মুখিন হতে হয়েছিল অনেক বিতর্কের। সেই ম্যাচে তাঁকে ২৬ মিনিটে তুলেও নেওয়া হয়েছিল। সেই ২৬ নম্বর জার্সি ফিরে পেয়ে খুশি টেরি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৭ ২১:০১
Share:

জন টেরি। —ফাইল চিত্র।

জার্সি নম্বর সেই ২৬। এই একই নম্বরের নীল জার্সিতে যখন মাঠে নামতেন তখন চেলসি সমর্থকদের মধ্যে বয়ে যেত স্বস্তির হাওয়া। কিন্তু চেলসিতে তাঁর শেষটা ভাল হয়নি। ২২টি ট্রফি দিয়েই ক্লাব ছেড়েছিলেন ৩৬ বছরের জন টেরি। শেষ ম্যাচে তাঁকে সম্মুখিন হতে হয়েছিল অনেক বিতর্কের। সেই ম্যাচে তাঁকে ২৬ মিনিটে তুলেও নেওয়া হয়েছিল। সেই ২৬ নম্বর জার্সি ফিরে পেয়ে খুশি টেরি। বলেন, ‘‘আমি অ্যাস্টন ভিলায় যোগ দিতে পেরে উচ্ছ্বসিত। এটা এমন একটা ক্লাব যাদের আমি দীর্ঘদিন ধরে শ্রদ্ধা করি। দেশের সেরা স্টেডিয়ামগুলোর মধ্যে একটি ভিলা পার্ক। দলে বেশ কিছু ভাল প্লেয়ার রয়েছে। সঙ্গে রয়েছে অভিজ্ঞ ও সফল ম্যানেজার স্টিভ ব্রুস।’’

Advertisement

আরও খবর: দারুণ শুরু করেও হার চিলের, কনফেড কাপ জার্মানির

তিনি যে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছেন তাও মেনে নিয়েছেন। আগামী ৫ অগস্ট থেকে শুরু হবে ক্লাবের প্রি-সিজন। টেরিকে শুভেচ্ছা জানিয়েছে তাঁর প্রাক্তন ক্লাব চেলসিও। টেরি বলেছেন, জীবনটা গোল। কারণ, এই ক্লাবের বিরুদ্ধে সিনিয়র ক্লাব ফুটবলে ১৯ বছর আগে অভিষেক হয়েছিল তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement