মরসুম শেষে সরছেন টেরি

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে হারের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই আর একটা খারাপ খবর চেলসি ভক্তদের জন্য অপেক্ষা করছে কে জানত!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ০৩:৫০
Share:

কিংবদন্তি: চেলসি ছাড়তে চলেছেন জন টেরি। ফাইল চিত্র

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে হারের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই আর একটা খারাপ খবর চেলসি ভক্তদের জন্য অপেক্ষা করছে কে জানত!

Advertisement

চলতি মরসুমের শেষে চেলসি থেকে সরে যাচ্ছেন ক্লাবের কিংবদন্তি সেন্ট্রাল ডিফেন্ডার জন টেরি। সোমবার এই মুহূর্তে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হল, ‘‘জন টেরি ও চেলসি ফুটবল ক্লাব যুগ্ম ভাবে ঘোষণা করছে আমাদের ক্যাপ্টেন চলতি মরসুমের শেষে ক্লাব ছাড়বেন।’’

৩৬ বছর বয়সি প্রাক্তন ইংল্যান্ড সেন্ট্রাল ডিফেন্ডারের চেলসির জার্সিতে সাতশোরও বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে। তবে দলের অধিনায়ক হলেও আন্তোনিও কন্তে জমানায় খুব বেশি সুযোগ পাননি মাঠে নামার। চলতি মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁকে পাঁচটির বেশি ম্যাচে নামতে দেখা যায়নি। ‘‘ভবিষ্যতে কি করব সেটা এখনও ঠিক করিনি। সময় আসলে ভাবব। এখন টিমকে সাফল্য পেতে সাহায্য করছি। সেটাই করে যাব,’’ বলেছেন ‘ব্লুজ’ অধিনায়ক। সঙ্গে তিনি বলেন, ‘‘২২ বছর হয়ে গেল। এতগুলো বছর পরে এই ক্লাবের অনেক মানুষকে অনেক কিছু বলার আছে। কোচ থেকে সতীর্থ, যাঁরা এত দিন আমায় এ ভাবে সমর্থন করে এসেছেন তাদের যতই ধন্যবাদ জানাই, যথেষ্ট নয়।’’

Advertisement

১৯৯৮-এ চেলসির জার্সিতে অভিষেক হওয়ার পরে হয়ে ৭১৩ ম্যাচে খেলেছেন টেরি। গোল করেছেন ৬৬। ৫৭৮ ম্যাচে চেলসির অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর নজিরও রয়েছে তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement