হোয়াইটওয়াশের কথা এখন ভাবছেন না বেয়ারস্টোরা

বুধবার সাংবাদিক বৈঠকে এসে বেয়ারস্টো বলেছেন, ‘‘পরিবেশের সদ্ব্যবহার করেছি আমরা। এখানে কী ভাবে খেলতে হয় সেটাও জানি। তাই হয়তো জিতেছি। কিন্তু কোনও কারণ ছাড়া টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখা যায় না। ভারত যে সেই স্থানের যোগ্য সেটা আগে প্রমাণ করেছে। এখনও সিরিজে অনেক ক্রিকেট কিন্তু বাকি রয়েছে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৮ ০২:৫৭
Share:

সাবধানী: ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় বেয়ারস্টো। ফাইল চিত্র

লর্ডস টেস্টে ভারতের হারের পিছনে অনেকটাই দায়ী ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ক্রিস ওকসের সঙ্গে তাঁর ১৮৯ রানের জুটি ভেঙে দিয়েছিল ভারতের মেরুদণ্ড। ভারতের দ্বিতীয় ইনিংসে স্টুয়ার্ট ব্রড ও অ্যান্ডারসনের সুইং, কোণঠাসা করে দিয়েছিল বিরাট কোহালিদের। তবুও ৫-০ সিরিজ জেতার স্বপ্ন দেখতে শুরু করেননি বেয়ারস্টো।

Advertisement

বুধবার সাংবাদিক বৈঠকে এসে বেয়ারস্টো বলেছেন, ‘‘পরিবেশের সদ্ব্যবহার করেছি আমরা। এখানে কী ভাবে খেলতে হয় সেটাও জানি। তাই হয়তো জিতেছি। কিন্তু কোনও কারণ ছাড়া টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখা যায় না। ভারত যে সেই স্থানের যোগ্য সেটা আগে প্রমাণ করেছে। এখনও সিরিজে অনেক ক্রিকেট কিন্তু বাকি রয়েছে।’’

টেস্ট সিরিজের ভবিষ্যৎ নিয়ে বেসারস্টোর মত। ‘‘আমরা ৫-০ জিতব কি না সেটা এখন থেকেই বলা উচিত হবে না। কে বলতে পারে, আরও এক বার হয়তো গরম পড়ে গেল। সাউদাম্পটন, ওভালের পিচ শুকনো হয়ে গেল। তাই প্যাডল থেকে পা এখনই সরিয়ে নেওয়ার কথা ভাবছি না।’’

Advertisement

আরও পড়ুন: বর্ষসেরা সম্মান সুনীলদের

লর্ডসে টেস্ট জেতার পরেই ইংল্যান্ড অধিনায়ক জো রুট বলেছিলেন, ভারতকে ৫-০ হারানো অনেকটা স্বপ্নের মতো। সে কথায় সায় দিচ্ছেন বেয়ারস্টোও। বলছেন, ‘‘ভারতকে ৫-০ হারানো অবশ্যই স্বপ্নের মতো। কিন্তু আমরা যেন এই স্বপ্নপূরণ করতে গিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে পড়ি।’’

আরও পড়ুন: জোবির জোড়া গোলে রামধনু ইস্টবেঙ্গলে

১৮ অগস্ট থেকে ট্রেন্ট ব্রিজে শুরু তৃতীয় টেস্ট। চতুর্থ ও পঞ্চম টেস্ট হবে সাউদাম্পটন ও ওভালে। তৃতীয় টেস্টের আগে দলে বেন স্টোকস ফেরায় খুশি বেয়ারস্টো। বলছেন, ‘‘স্টোকসের নির্দোষ প্রমাণিত হওয়া ইংল্যান্ড ক্রিকেটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওর ক্ষেত্রেও এটা স্বস্তির ব্যাপার। শেষ দশ মাস ধরে স্টোকস ও তার পরিবারের উপর কম ঝড়
যাচ্ছে না!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন