ওল্ড ট্র্যাফোর্ডে ১৫ বছর থাকব: জোসে

চেলসি থেকে অপসারিত হয়ে গত বছরই ম্যান ইউয়ের দায়িত্ব নিয়েছেন ‘দ্য স্পেশ্যাল ওয়ান’। ইংলিশ প্রিমিয়ার লিগ হাতছাড়া হলেও প্রথম বছরই ইউরোপা লিগে চ্যাম্পিয়ন করেছেন দলকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ০৫:১৮
Share:

আত্মবিশ্বাসী: সাফল্য পেতে মরিয়া মোরিনহো। ফাইল চিত্র

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসেবে তাঁর লক্ষ্য স্যার আলেক্স ফার্গুসনের কীর্তি স্পর্শ করা। তাই ওল্ড ট্র্যাফোর্ডে আরও পনেরো বছর থাকতে চান জোসে মোরিনহো!

Advertisement

চেলসি থেকে অপসারিত হয়ে গত বছরই ম্যান ইউয়ের দায়িত্ব নিয়েছেন ‘দ্য স্পেশ্যাল ওয়ান’। ইংলিশ প্রিমিয়ার লিগ হাতছাড়া হলেও প্রথম বছরই ইউরোপা লিগে চ্যাম্পিয়ন করেছেন দলকে। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাক-মরসুম প্রস্তুতি হিসেবে চ্যাম্পিয়ন্স কাপ খেলতে ব্যস্ত পল পোগবা-রা। রিয়াল সল্টলেক-কে হারিয়ে দুর্দান্ত ভাবে অভিযান শুরু করেছেন তাঁরা। শুক্রবার দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাঞ্চেস্টার ডার্বির আটচল্লিশ ঘণ্টা আগে মোরিনহো বলেছেন, ‘‘আমি আরও পনেরো বছর ম্যানেজার হিসেবে ম্যান ইউয়ে থাকার জন্য তৈরি। স্যার আলেক্স ফার্গুসন দীর্ঘদিন এই ক্লাবের দায়িত্ব সামলেছেন। তবে ফার্গুসন অসাধারণ। মনে হয় না ওঁকে অনুসরণ করা সম্ভব।’’

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে গত মরসুমে মোরিনহোর হাতে দায়িত্ব তুলে দেন ম্যান ইউ কর্তৃপক্ষ। তবে ম্যানেজার হিসেবে কাজ চালিয়ে যাওয়া যে প্রবল চাপের, স্বীকার করে নিয়েছেন মোরিনহো। বলেছেন, ‘‘একটাই দল চ্যাম্পিয়ন হয়। তা সত্ত্বেও ম্যানেজারের ওপরেই সকলে সব সময় চাপ সৃষ্টি করে। ফলে কোচিং করানো কঠিন।’’

Advertisement

চেলসি থেকে অপসারিত হওয়ার যন্ত্রণাও ভুলতে পারেননি মোরিনহো। বলেছেন, ‘‘ম্যানেজার হিসেবে প্রথম বছর দারুণ সাফল্য পেলে। অথচ দ্বিতীয় বছর পুরোপুরি ব্যর্থ, তা হলে সরতেই হবে। চেলসিতে এই ঘটনাই ঘটেছিল আমার জীবনে। ক্লদিও রেনেয়েরির ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি।’’

আরও পড়ুন: কোটি ছাড়ালেন দু’জন, দামি সুব্রত-প্রীতমরাও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement