US Open 2016

খেলা চলার মধ্যেই ফেন্সিং টপকে ইউএস ওপেন কোর্টে সমর্থক, গ্রেফতার

১৯৯৩ সালের সেই ভয়াবহ ঘটনা আবার মনে করিয়ে দিল ইউএস ওপেনের কোর্ট। যদিও অতটা ভয়ঙ্কর কিছু হয়নি। সে বার ফেন্সিং টপকে ঢুকে পড়া ফ্যানের ছুরির আঘাতে প্রান যেতে বসেছিল মনিকা সেলেসের। পরে সেই ফ্যান স্বীকার করে নিয়েছিলেন তিনি স্টেফিগ্রাফের সমর্থক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৫
Share:

গ্যালারির ফেন্সিং টপকে এক লাফে কোর্টের মধ্যে।

Advertisement

১৯৯৩ সালের সেই ভয়াবহ ঘটনা আবার মনে করিয়ে দিল ইউএস ওপেনের কোর্ট। যদিও অতটা ভয়ঙ্কর কিছু হয়নি। সে বার ফেন্সিং টপকে ঢুকে পড়া ফ্যানের ছুরির আঘাতে প্রান যেতে বসেছিল মনিকা সেলেসের। পরে সেই ফ্যান স্বীকার করে নিয়েছিলেন তিনি স্টেফিগ্রাফের সমর্থক।

এ বার ইউএস ওপেনের খেলা চলছিল। ১৩ নম্বর কোর্টে খেলা চলছিল কাটেরিয়ান বনডারেনকোস ও ঝেং সাইসাইয়ের মধ্যে। ওই কোর্টে এটাই ছিল সেদিনের শেষ ম্যাচ। ম্যাচের মধ্যেই ঢুকে পড়েন ওই সমর্থক। যদিও সঙ্গে সঙ্গেই তাঁকে ধরে ফেলেন কোর্টের মধ্যে থাকা নিরাপত্তারক্ষীরা।

Advertisement

সে যে কাটেরিয়ানের ফ্যান ছিলেন বোঝাই গেল যখন কোর্টে নেমেই তাঁর দিকে ছুটে গেলেন। সেখান থেকে তাঁকে সরিয়ে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইউএস টেনিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রিস ওয়াইডমেয়ার বলেন, ‘‘সমর্থক ঢুকে পড়ায় প্লেয়ারদের কোনও ক্ষতি হয়নি। তবে এরকম ঘটনা হতাশাজনক।’’ তবে ইউএস ওপেনের নিয়ম ভাঙায় ও অন্যায় ভাবে খেলার মধ্যে ঢুকে পড়ায় ১০ বছর পর্যন্ত তাঁকে ইউএস ওপেন দেখা থেকে বিরত রাখা হতে পারে।

আরও খবর

স্টেফির রেকর্ডের সঙ্গে সেরিনার মাথায় এখন ‘পিঙ্ক’ আর ‘ক্যান্ডি’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন