একটানা ছ’বার লিগ চ্যাম্পিয়ন য়ুভেন্তাস

ইতালিয়ান সেরি আ-তে য়ুভেন্তাসের ডাবল হ্যাটট্রিক। ক্রোটোনে-কে ৩-০ হারিয়ে চ্যাম্পিয়ন য়ুভেন্তাস। ম্যাচ শেষে তখন জিয়ানলুইগি বুফন লাফাচ্ছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মে ২০১৭ ০৫:২১
Share:

সেরি আ সেরা য়ুভেন্তাসের উল্লাস। নিজস্ব চিত্র

ইতালিয়ান সেরি আ-তে য়ুভেন্তাসের ডাবল হ্যাটট্রিক। ক্রোটোনে-কে ৩-০ হারিয়ে চ্যাম্পিয়ন য়ুভেন্তাস।

Advertisement

ম্যাচ শেষে তখন জিয়ানলুইগি বুফন লাফাচ্ছেন। য়ুভেন্তাসের ঘরের মাঠ থেকে ভেসে আসছে একটাই চিৎকার— ‘‘খেতাব আবার আমাদের।’’ দেখে বোঝার উপায় নেই কয়েক বছর আগেই ম্যাচ গড়াপেটার কলঙ্কে জর্জরিত য়ুভেন্তাস তখন দ্বিতীয় ডিভিশনে খেলছে। ভক্তরা এক প্রকার আশাই ছেড়ে দিয়েছিলেন আর হয়তো ইতালিয়ান ফুটবলের শৃঙ্গে তাঁদের ক্লাবকে কোনওদিন দেখতে পাবেন না।

কিন্তু ফুটবল মানেই তো নতুন সমস্ত রূপকথা। বর্তমানের য়ুভেন্তাস হয়ে উঠেছে ইউরোপের সেরা দলগুলোর মধ্যে একটা। যারা এ বছর ইতালীয় ত্রিমুকুট জেতার লক্ষ্যে রয়েছে।

Advertisement

কোপা ইতালিয়া জেতার কয়েক দিনের মধ্যে লিগ খেতাবটাও ঢুকে গেল য়ুভেন্তাসের ক্যাবিনেটে। হিসেবটা খুব সহজ ছিল। রবিবার ক্রোতোন-কে হারাতে পারলেই লিগ চ্যাম্পিয়ন হতো য়ুভেন্তাস। হল ঠিক তাই। ক্রোতোন-কে হারিয়ে শেষ ম্যাচের আগেই সেরি আ জেতার ডাবল হ্যাটট্রিক করল মাসিমিলিয়ানো আলেগ্রির দল।

শুরুর থেকে শেষ দাপট বজায় রাখল য়ুভেন্তাস। দুর্দান্ত আক্রমণাত্মক পারফরম্যান্সের সৌজন্য টানা ছ’বার সেরি আ চ্যাম্পিয়ন য়ুভেন্তাস। প্রথমার্ধের শুরুতে মারিও মান্দজুকিচের গোলে ১-০ এগোয় য়ুভেন্তাস। পাওলো দিবালার গোলে ২-০ করে আলেগ্রির দল। দ্বিতীয়ার্ধের শেষলগ্নে অ্যালেক্স সান্দ্রোর গোলে জয় নিশ্চিত করে য়ুভেন্তাস। আলেগ্রি বলছেন, ‘‘এ বার আশা করছি চ্যাম্পিয়ন্স লিগেও জিতব। রিয়াল খুব ভাল দল। তবে আমাদের লক্ষ্য ত্রিমুকুট জেতা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন