Cricket

তিন সেরা পেসারের থেকে তিনটি গুণ নিতে চাইলেন রাবাদা

ব্যাটসম্যানদের গতি দিয়ে বিব্রত করেন রাবাদা। সেই সঙ্গে তাঁদের স্লেজিং করতেও পিছপা হন না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুন ২০২০ ১৫:৪১
Share:

গতি দিয়ে ব্য়াটসম্য়ানদের বিব্রত করেন রাবাদা। —ফাইল চিত্র।

গত বারের আইপিএল-এ সুপার ওভারে কাগিসো রাবাদার গতি জিততে দেয়নি কলকাতা নাইট রাইডার্সকে।

Advertisement

দিল্লি ক্যাপিটালসের বোলিং বিভাগের তিনিই প্রাণভোমরা। সেই রাবাদাকে এক ভক্ত সোশ্যাল সাইটে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, সর্বকালের সেরা ফাস্ট বোলারদের কিছু কিছু ভাল গুণ যদি নিতে বলা হয় তাঁকে, তা হলে কাদের থেকে তিনি তা গ্রহণ করবেন।

প্রোটিয়া বোলার সেই প্রশ্নের জবাবে বলেন, ‘‘সর্বকালের সেরা বোলারদের কিছু গুণ যদি আমাকে নিতে বলা হয়, তা হলে শোয়েব আখতারের গতি, ম্যাকগ্রার বাউন্স, লাইন ও লেন্থ এবং জিমি অ্যান্ডারসনের সুইং বোলিং আমি নেওয়ার চেষ্টা করব।”

Advertisement

আরও পড়ুন: বিরাটকে এ বার মিয়াঁদাদের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন পাক অধিনায়ক

ব্যাটসম্যানদের গতি দিয়ে বিব্রত করেন রাবাদা। সেই সঙ্গে তাঁদের স্লেজিং করতেও পিছপা হন না। কিন্তু রাবাদা চান মাঠের লড়াই মাঠেই সীমাবদ্ধ থাকুক। তার জের যেন মাঠের বাইরে না আসে। রাবাদা বলেছেন, ‘‘অনেকেই মনে করেন আমি খুব মাথা গরম করি। ঘটনা হল, স্লেজিং খেলারই অঙ্গ। কোনও ফাস্ট বোলারকেই ব্যাটসম্যান পছন্দ করে না। তবে একটা কথা মনে রাখতে হবে, বোলার ও ব্যাটসম্যানের লড়াই যেন মাঠেই সীমাবদ্ধ থাকে। খেলার শেষে দু’জনেই যেন হাত মেলায় একে অপরের সঙ্গে। একে অপরকে যেন শ্রদ্ধা করে।”

রাবাদার এই দর্শন যদি অন্য ক্রিকেটাররা অনুসরণ করেন, তা হলে মাঠের লড়াই মাঠেই থাকবে। তার জের পড়বে না মাঠের বাইরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement