football

সতীর্থ রোনাল্ডো নন, কাকার সেরা মেসিই

কাকার যুক্তি, ‘‘আমি ক্রিশ্চিয়ানোর সঙ্গে খেলেছি। নিশ্চিত ভাবেই ও এক বিস্ময়। কিন্তু তার পরেও আমি সেরা বাছব মেসিকে। ও আক্ষরিক অর্থেই অনন্য প্রতিভা। যে ভাবে মেসি খেলে তা এককথায় অবিশ্বাস্য।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২০ ০৬:৫৭
Share:

ত্রিমূর্তি: রোনাল্ডো এবং মেসির সঙ্গে এক ফ্রেমে কাকা। ফাইল চিত্র

লিয়োনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? কে বড়?

Advertisement

বিশ্বফুটবলের সব চেয়ে আলোচিত বিতর্কে এ বার অংশ নিলেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার কাকা। মজা হচ্ছে, এই ব্রাজিলীয় মহাতারকা রোনাল্ডোর সঙ্গে একই মরসুমে রিয়াল মাদ্রিদে সই করেছিলেন। কিন্তু সেরা কে, এই প্রশ্নে কাকা সরাসরি বেছে নিলেন আর্জেন্টিনীয় কিংবদন্তিকে।

কাকার যুক্তি, ‘‘আমি ক্রিশ্চিয়ানোর সঙ্গে খেলেছি। নিশ্চিত ভাবেই ও এক বিস্ময়। কিন্তু তার পরেও আমি সেরা বাছব মেসিকে। ও আক্ষরিক অর্থেই অনন্য প্রতিভা। যে ভাবে মেসি খেলে তা এককথায় অবিশ্বাস্য।’’

Advertisement

কাকা অবশ্য রোনাল্ডোরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। পর্তুগিজ মহতারকা প্রসঙ্গে তাঁর কথা, ‘‘ক্রিশ্চিয়ানোকে দেখে আমার মনে হয়েছে, ও আসলে একটা যন্ত্র। শুধু ওর শারীরিক গঠন, শক্তি আর গতির জন্য এটা বলছি না। খুব কাছ থেকে দেখেছি মানসিক ভাবেও ছেলেটা কতখানি শক্তপোক্ত।’’ যোগ করেন, ‘‘সব সময় ক্রিশ্চিয়ানোকে জিততে হবে। ট্রফিও চাই। নিজেকে সেরা ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না। হ্যাঁ এখনও। অদ্ভুত মানসিকতা! এ সবই ক্রিশ্চিয়ানোর প্রতি মুগ্ধতা বাড়িয়ে দেয়।’’
কাকার আরও মন্তব্য, ‘‘ফুটবলের ইতিহাস লেখা হলে অবশ্যই ওদের দু’জনকে প্রথম পাঁচ জনের মধ্যে রাখতে হবে। ভাবতে পারি না, দু’জনকেই খেলতে দেখলাম আমরা। তাও একই সময়ে। সে দিক থেকে সত্যিই আমরা ভাগ্যবান।’’

সোশ্যাল নেটওয়ার্কে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ব্রাজিলের প্রাক্তন অধিনায়ক। স্বদেশীয় যাঁদের সঙ্গে খেলেছেন, তাঁদের মধ্যে কে সেরা জানতে চাওয়া হলে কাকার জবাব, ‘‘অসাধারণ বেশ কয়েক জনের সঙ্গে খেলেছি। কিন্তু সেরা অবশ্যই রোনাল্ডো (বড়)। ও অতুলনীয়। তবে তার পরেই থাকবে রোনাল্ডিনহো। শুধু এক সঙ্গে নয়। মিলান (এসি), মাদ্রিদে খেলার সময় বহু বার রোনাল্ডিনহোর বিরুদ্ধেও খেলেছি। বুঝেছি, ওই রকম ফুটবলারও খুব কম এসেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন