New Zealand

ভারত নিয়ে দলকে সতর্ক করে দিলেন উইলিয়ামসন

এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০-৩ ফলে টেস্ট সিরিজ হেরে এসেছিল নিউজ়িল্যান্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩১
Share:

বিধ্বংসী: দু’ইনিংস মিলিয়ে ন’উইকেট সাউদির। এএফপি

ভারতকে ১০ উইকেটে হারিয়ে ওঠার দিনও অত্যন্ত সতর্ক থাকছেন কেন উইলিয়ামসন। সতীর্থদের তিনি বলে দিয়েছেন, আত্মতুষ্টির কোনও জায়গা নেই, ভারত কিন্তু এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারে।

Advertisement

সোমবার ম্যাচের পরে নিউজিল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘‘আমাদের সামনে চ্যালেঞ্জটা পরিষ্কার। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট ম্যাচেও আমাদের সেরা খেলাটা খেলতে হবে। শুধু, শুধু ভারত টেস্টে এক নম্বর টেস্ট দল হয়নি। বিশ্বের সব জায়গায় সাফল্য পেয়েছে ওরা। এটা আমাদের মাথায় রাখতে হবে।’’

এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০-৩ ফলে টেস্ট সিরিজ হেরে এসেছিল নিউজ়িল্যান্ড। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে সেই দুঃস্বপ্ন থেকে কি ফিরে এলেন? উইলিয়ামসনের জবাব, ‘‘আমরা নিজেদের মধ্যে কিন্তু ঘুরে দাঁড়ানো শব্দটা ব্যবহার করি না। মাঝে, মাঝে খেলার ফল নিয়ে বেশি ভাবতে গেলে মূল লক্ষ্য থেকে নজরটা সরে যায়। পরপর কয়েকটা ম্যাচে ফল খারাপ হলে জয়ের আকাঙ্ক্ষাটা হয়তো খুব বেশি বেড়ে যায়। তাতে কাঙ্ক্ষিত ফল সব সময় পাওয়া যায় না।’’

Advertisement

উইলিয়ামসন নিজে ব্যাট হাতে দু’দলের মধ্যে সব চেয়ে বেশি রান করেছেন। ৮৯। কিন্তু নিজের ব্যাটিংয়ে শুধু নয়, দলের প্রত্যেক ক্রিকেটারের পারফরম্যান্সে খুশি অধিনায়ক। উইলিয়ামসন বলেছেন, ‘‘আমরা দারুণ অলরাউন্ড ক্রিকেট খেলেছি। যাকে যা দায়িত্ব দেওয়া হয়েছিল, সবাই সব ঠিকঠাক করেছে। ক্রাইস্টচার্চ টেস্টের আগে আমরা মূল্যবান শিক্ষা পেলাম।’’ ক্রাইস্টচার্চে পরের টেস্ট শুরু হচ্ছে ২৯ ফেব্রুয়ারি থেকে।

ভারতের দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী হয়ে উঠেছিলেন টিম সাউদি। পাঁচ উইকেট তুলে নেন তিনি। মোট ন’উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কারও জিতে নেন সাউদি। বেসিন রিজার্ভে বল সুইং করাতে পেরে খুশি সাউদি। তিনি বলেছেন, ‘‘এই সব পরিস্থিতিতে সুইং বোলারদের সুবিধে হয়। এই মাঠের হাওয়া আমাদের সুবিধে করে দিয়েছে। বোল্টের বাঁ-কাঁধের ওপর দিয়ে আর আমার ডান-কাঁধের ওপর দিয়ে হাওয়া বয়েছে। যাতে লাভ হয়েছে।’’ সাউদি জানিয়েছেন, ঠিক জায়গায় ধারাবাহিক ভাবে বল রেখে যাওয়া তাঁদের কৌশল ছিল এবং যে কৌশলে তাঁরা সফলও। সাউদির কথায়, ‘‘ঠিক জায়গায় বল রাখার পাশাপাশি সুইংও পেয়েছি। যেটা আমায় সাহায্য করেছে।’’

সাউদি স্বীকার করেছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারাটা তাঁদের বড় ধাক্কা দিয়েছিল। কিন্তু পাশাপাশি এও বলেছেন, ‘‘সেই হার আমরা ভুলে গিয়েছি। আমরা সব সময় সামনে তাকাতে চাই, পিছনে নয়।’’ সাউদি এও বলেন, ‘‘এই ম্যাচটা যেমন। আজ রাতটা আমরা উৎসব করব। তার পরে এই জয়ের কথা ভুলে পরের টেস্টের জন্য তৈরি হব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন