সিনিয়র জাতীয় গল্ফে মাতালেন কপিল দেব। প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক নয়াদিল্লিতে এই টুর্নামেন্টে পঞ্চম স্থান পান। স্কোর ২৩ ওভার ২৩৯। যার সুবাদে এশিয়া প্যাসিফিক সিনিয়র চ্যাম্পিয়নশিপে নামার ছাড়পত্র পেলেন ১৯৮৩ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। অক্টোবরের ১৪-১৬ এই চ্যাম্পিয়নশিপ হবে চিনের কুইংদাও ক্লাবে।