ইশান্তের বিরুদ্ধে ভোট কপিল-লক্ষ্মণের

অ্যালিস্টার কুকদের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের বোলিং লাইন আপ কী হবে জানতে আরও এক দিনের অপেক্ষা। কিন্তু সে ব্যাপারে বিরাট কোহালির জন্য টিপস নিয়ে হাজির কপিল দেব থেকে ভিভিএস লক্ষ্মণ। রাজকোট টেস্টে কোহালিকে পাঁচ বোলারে খেলার পরামর্শ দিয়েছেন লক্ষ্মণ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ০৩:০৮
Share:

অ্যালিস্টার কুকদের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের বোলিং লাইন আপ কী হবে জানতে আরও এক দিনের অপেক্ষা। কিন্তু সে ব্যাপারে বিরাট কোহালির জন্য টিপস নিয়ে হাজির কপিল দেব থেকে ভিভিএস লক্ষ্মণ।

Advertisement

রাজকোট টেস্টে কোহালিকে পাঁচ বোলারে খেলার পরামর্শ দিয়েছেন লক্ষ্মণ। তাঁর টিপস— মহম্মদ শামির সঙ্গে নতুন বলে হার্দিক পাণ্ড্যকে আনা। তৃতীয় স্পিনার হিসেবে অমিত মিশ্রকেও প্রথম একাদশে দেখতে চান লক্ষ্মণ। ‘‘পাঁচ বোলারের থিওরিটা আমার খুব পছন্দ। বিশেষ করে এই দলের ব্যাটিং গভীরতা দেখার পরে। লোয়ার অর্ডারে অশ্বিন দারুণ ফর্মে। ঋদ্ধিমান, জাডেজার ব্যাটিং ফর্ম ভাল যাচ্ছে। এই অবস্থায় মিশ্রকে তৃতীয় স্পিনার হিসেবে দেখলে খুশি হব,’’ বলেন লক্ষ্মণ। সঙ্গে তাঁর সং‌যোজন, ‘‘নিউজিল্যান্ড সিরিজে নিজেকে ম্যাচ উইনার হিসেবে প্রমাণ করেছে মিশ্র। এই ইংল্যান্ড ব্যাটিং লাইন আপের উপরে তিন জন উঁচু মানের স্পিনার বাড়তি চাপ তৈরি করতেই পারে।’’

সেক্ষেত্রে লক্ষ্মণ প্রথম দলে ইশান্ত শর্মার জায়গা দেখছেন না। তাঁর মতে, তিন স্পিনার খেলাতে গেলে দুই পেসারের মধ্যে একজন পেসার-অলরাউন্ডার হলে ব্যাটিং গভীরতা ঠিক থাকে। ‘‘তার জন্য শামির সঙ্গে নতুন বলে হার্দিক শুরু করলে ঠিক হবে,’’ বলেছেন লক্ষ্মণ।

Advertisement

কপিল দেবও ঠারেঠোরে ইশান্তকে প্রথম টেস্টে না খেলানোর ব্যাপারে মত দিয়েছেন। তাঁর কথায়, ‘‘ইশান্ত ভাল পেসার। কিন্তু ওকে এখনও শিখতে হবে, যে ধরনের বলে উইকেট আসবে, সেটা করা। ও অত লম্বা। অত জোরে বল করে। কিন্তু উইকেট তোলার মতো বেশি বল ওর হাতে নেই।’’

চিকনগুনিয়ায় আক্রান্ত ইশান্ত নিউজিল্যান্ড সিরিজ খেলতে না পারলেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টেস্টের ১৫ জনের দলে ফিরেছেন। তাঁর ৭২ টেস্টে ২০৯ উইকেটের অর্থ ইশান্ত প্রতি সাড়ে এগারো ওভার অন্তর একটা করে উইকেট পান। কিন্তু কপিলকে সেটা খুশি করতে পারছে না। তিনি চান ইশান্তের উইকেটের স্ট্রাইকিং রেট আরও বাড়ুক। তার জন্য ইশান্তকে কপিলের পরামর্শ, ‘‘লেংথ-লাইনে আরও নিখুঁত হও। ওভারের পর ওভার নিখুঁত লেংথ-লাইনে বল করে যাও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন