মেজাজে: ডাবলিনের শোভা দেখছেন হার্দিক, ধওয়ন, কোহালিরা। ছবি: টুইটার
শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির ফাইনালের শেষ ওভারে ছয় হাঁকিয়ে ভারতকে জোতানো দীনেশ কার্তিককে বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে না দেখে অবাক হয়েছিলেন অনেকে। তাঁরা আজ খুশি হতে পারেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ককে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দেখে। প্রথম ম্যাচে আইরিশদের হারানোর পরে ভারত অধিনায়ক বিরাট কোহালি যে ইঙ্গিত দিয়েছিলেন, তা সত্যি হলে কার্তিকের আজ মাঠে নামা উচিত। একই সঙ্গে দেখা যেতে পারে কেএল রাহুল, উমেশ যাদবদেরও।
ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের আগে শুক্রবারই শেষ প্রস্তুতি কোহালিদের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজকে যে সে ভাবেই নিচ্ছে ভারতীয় দল, তা প্রথম ম্যাচে জয়ের পরেই বলে দিয়েছেন অধিনায়ক বিরাট কোহালি। সে দিনই তিনি সাফ জানিয়ে দেন, শুক্রবার প্রথম ম্যাচে না খেলা ক্রিকেটাররা এই ম্যাচে নামবেন। তাই শুক্রবার কার্তিক, রাহুলদের খেলার সম্ভাবনা উজ্জ্বল। বুধবার ওপেনারদের ঝোড়ো ব্যাটিং ও স্পিনারদের দুরন্ত ঘূর্ণিতে ম্যাচ জেতে ভারত। সেই জয়ের পরে আত্মবিশ্বাসী ভারত এই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার মেজাজেই থাকবে। তবে এখানে হার-জিতের চেয়েও বড় কথা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া, যাতে কোনও অসুবিধা হচ্ছে না বলে জানিয়ে দিলেন প্রথম ম্যাচে চার উইকেট পাওয়া কুলদীপ যাদব। ভারতের চায়নাম্যান বোলার বলেন, ‘‘এখানকার পরিবেশে মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হচ্ছে না। অন্য কোথাও না, মনে হচ্ছে ঘরের মাঠেই খেলছি। এটা আমাদের সুবিধে করে দিতে পারি।’’ শোনা যাচ্ছে ইংল্যান্ডেও একই রকম পরিবেশ পাবে ভারত। তাই খুব একটা চাপে নেই বিরাট-শিবির।