দু’হাতে স্পিন করে ময়দানের চমক ‘সব্যসাচী’

মাঠে হাজির থাকা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দু’হাতেই নিখুঁত বল করেছেন কৌশিক।

Advertisement

কৌশিক দাশ

কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ০৪:১৯
Share:

অভিনব: দু’হাতে সমান দক্ষতায় স্পিন করাচ্ছেন কৌশিক। নিজস্ব চিত্র

ময়দানি ক্রিকেটে অভূতপূর্ব এবং নজিরবিহীন ঘটনা ঘটে গেল মঙ্গলবার কলকাতা ইউনিয়ন স্পোর্টিং এবং বালিগঞ্জ ইউনাইটেডের প্রথম ডিভিশন লিগ ম্যাচে। ওয়াইএমসিএ মাঠে বল হাতে দেখা গেল এক ‘সব্যসাচী’কে! যে একবার বাঁ হাতি স্পিন আর একবার ডান হাতে অফব্রেক বল করে চমকে দিলেন সবাইকে। বোলার, বালিগঞ্জ ইউনাইটেডের কৌশিক মাইতি। যিনি ডান হাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে বাঁ হাতে স্পিন করে গেলেন এবং বাঁ হাতি ব্যাটসম্যান খেলতে এলে ডান হাতে অফস্পিন!

Advertisement

মাঠে হাজির থাকা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দু’হাতেই নিখুঁত বল করেছেন কৌশিক। এবং, এক আধটা ওভার নয়, ২৮ ওভার বল করে গিয়েছেন তিনি। ৭৯ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। ম্যাচের অন্যতম আম্পায়ার সুপ্রিয় সরকার বুধবার বলছিলেন, ‘‘দু’হাতেই দারুণ বল করেছে কৌশিক। আমরা তো বুঝতেই পারছিলাম না, কোন হাতে ও স্বাভাবিক বল করে।’’

কী ভাবে সম্ভব হল এ রকম কাণ্ড ঘটানো? এই মরসুমেই বাংলার অনূর্ধ্ব-১৯ দলে খেলে আসা কৌশিক বুধবার বলছিলেন, ‘‘আমি ছোটবেলায় ডান হাতেই বল করতাম। অফস্পিন। কিন্তু বল ডেলিভারি করার সময় একটা সমস্যা ছিল। কনুই ভেঙে যাচ্ছিল। আমার বয়স তখন পাঁচ-ছয় মতো। কোচ বলেন, তুমি বাঁ হাতে বল করো। তখন থেকে আমি বাঁ হাতে স্পিন করা শুরু করি। কিন্তু ডান হাতে বল করার অভ্যাসটাও ছাড়তে পারিনি। এমনিতে আমি ডান হাতি। ডান হাতে ব্যাটও করি।’’ এখন ডান হাতে বল করতে কোনও সমস্যা হচ্ছে না? হাওড়ার তরুণ বলছেন, ‘‘একদমই না। আমি অনেককেই বল করে দেখিয়েছি। সবাই বলেছে, কোনও সমস্যা নেই।’’ ওই ম্যাচের আম্পায়ার সুপ্রিয় বলছিলেন, ‘‘অফস্পিন করার সময় ওর কোনও সমস্যা হয়নি। নিখুঁত অ্যাকশন। চাকিংয়ের কোনও প্রশ্নই নেই।’’

Advertisement

ময়দানের ক্রিকেটের সঙ্গে অনেক বছর ধরে জড়িত অনেকেই বলছেন, এ রকম বোলার তাঁরা আগে কখনওই দেখেননি। কৌশিককে দেখে কারও কারও মনে পড়ছে শ্রীলঙ্কার ‘সব্যসাচী’ বোলার কামিন্দু মেন্ডিসকে। যিনি দু’হাতেই স্পিন করাতে পারেন। শ্রীলঙ্কার জাতীয় দলেও যিনি সুযোগ পেয়েছেন। আপনি কি মেন্ডিসের বোলিং দেখেছিলেন? কৌশিকের জবাব, ‘‘না। শুনেছিলাম, বোর্ডের একটা ম্যাচে এক বোলার দু’হাতে বল করেছিল। কিন্তু আমি নিজে কাউকে দেখিনি। নিজেই চেষ্টা করে গিয়েছি যাতে দু’হাতে বল করতে পারি। বাঁ হাতি ব্যাটসম্যানকে অফস্পিন করলে ওদের সমস্যায় ফেলা যায়।’’ আপনি বাংলা অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন। সেখানে দু’হাতে বল করলেন না কেন? বাংলার ‘সব্যসাচী’র জবাব, ‘‘অত বড় ম্যাচে ঝুঁকি নিতে চাইনি। ক্লাব ক্রিকেটে আগে নিজেকে পরখ করতে চেয়েছিলাম। আমার অধিনায়ক ও কোচের সঙ্গে কথা বলে নিই। ওরা রাজি হয়ে যায়।’’ তা হলে কি এখন থেকে ধারাবাহিক ভাবে আপনাকে দু’হাতে বল করতে দেখা যাবে? কৌশিকের জবাব, ‘‘ডান হাতি-বাঁ হাতি ব্যাটসম্যান পিচে এলে সে রকম করার ইচ্ছে অবশ্যই আছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন