মোমোতার অনন্য নজির

সাসপেন্ড হওয়ার সময় মোমোতার বিশ্ব র‌্যাঙ্কিং ছিল ২। সেখান থেকে ফের বিশ্ব ব্যাডমিন্টনের প্রথম সারির খেলোয়াড়দের মধ্যে ফিরে আসতে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। এখন তাঁর বিশ্ব র‌্যাঙ্কিং ৭।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৮ ০৪:১৯
Share:

স্বপ্নের প্রত্যাবর্তন কেন্তো মোমোতার। ছবি: পিটিআই।

জুয়া-কেলেঙ্কারিতে খেলোয়াড় জীবনই শেষ হতে বসেছিল তাঁর। এক বছর সাসপেন্ড ছিলেন বেআইনি জুয়ার আড্ডায় যাওয়ায়। যে জন্য ২০১৬ রিও অলিম্পিক্সেও নামতে পারেননি। সেখান থেকে স্বপ্নের প্রত্যাবর্তন কেন্তো মোমোতার। প্রথম জাপানি পুরুষ খেলোয়াড় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতলেন তিনি রবিবার। ফাইনালে ২১-১১, ২১-১৩ হারালেন চিনের শি ইউকিকে।

Advertisement

সাসপেন্ড হওয়ার সময় মোমোতার বিশ্ব র‌্যাঙ্কিং ছিল ২। সেখান থেকে ফের বিশ্ব ব্যাডমিন্টনের প্রথম সারির খেলোয়াড়দের মধ্যে ফিরে আসতে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। এখন তাঁর বিশ্ব র‌্যাঙ্কিং ৭। খেলোয়াড় জীবনের সেরা ছন্দে আছেন। ফাইনালে শি ইউকিকে স্ট্রেট গেমে হারানো মোটেই সহজ ছিল না। তাও চিনের মাটিতে ইউকির পক্ষে প্রবল জনসমর্থনের বাধা সামলে।

চিনের উঠতি তারকা ইউকি ফাইনালে ওঠার পথে কিংবদন্তি লিন ডান এবং অলিম্পিক্স চ্যাম্পিয়ন চেন লং-কে হারিয়েছিলেন। এর আগে এক বারই মুখোমুখি হয়েছিলেন দু’জন। সেই ম্যাচেও জিতেছিলেন মোমোতাই। এ বারও শেষ হাসি হাসলেন জাপানি তারকা অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন ইউকিকে হারিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement