বর্ষার মাঠ নিয়ে চিন্তা ইস্টবেঙ্গল কোচ খালিদের

সোমবারই চলতি মরসুমে অনুশীলন শুরু হচ্ছে ইস্টবেঙ্গলের। তার আগে রবিবার দুপুরে লাল-হলুদ শিবিরের ব্রাজিলিয়ান ফিজিক্যাল ট্রেনার গার্সিয়ার সঙ্গে এ ব্যাপারে দীর্ঘক্ষণ আলোচনা করলেন খালিদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৭ ০৫:১৫
Share:

চিন্তিত: ফুটবলারদের চোটমুক্ত রাখা নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল। নিজস্ব চিত্র

নেপথ্যে বর্ষার মরসুমে কলকাতার জলকাদায় ভরা মাঠ। আর সেই ভারি মাঠে ফুটবলারদের কী ভাবে চোটমুক্ত রাখা যাবে তা নিয়েই চিন্তিত ইস্টবেঙ্গলের নবাগত আই লিগ জয়ী কোচ খালিদ জামিল।

Advertisement

সোমবারই চলতি মরসুমে অনুশীলন শুরু হচ্ছে ইস্টবেঙ্গলের। তার আগে রবিবার দুপুরে লাল-হলুদ শিবিরের ব্রাজিলিয়ান ফিজিক্যাল ট্রেনার গার্সিয়ার সঙ্গে এ ব্যাপারে দীর্ঘক্ষণ আলোচনা করলেন খালিদ। সূত্রের খবর, কলকাতায় কোনও দিন না খেলায় বর্ষায় কাদা মাঠে ফুটবলারদের কী ভাবে চোটমুক্ত রাখা যাবে এ নিয়ে দীর্ঘক্ষণ গার্সিয়ার সঙ্গে ড্রেসিংরুমে কথা হয় খালিদের। যেখানে মোহনবাগান থেকে চলতিম মরসুমে ইস্টবেঙ্গলে আসা গার্সিয়া আশ্বাস দিয়েছেন ঠিকঠাক ফিজিক্যাল ট্রেনিং করালেই চোট-আঘাত থেকে দূরে রাখা যাবে লাল-হলুদ শিবিরকে।

খালিদ জামিল পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁবুতে এ কথা স্বীকার করে বলেন, ‘‘বর্ষার মাঠে ফুটবলারদের চোটমুক্ত রাখা একটা চিন্তার ব্যাপার। একমাত্র প্রাক-মরসুম প্রস্তুতি শিবিরে যদি আমরা ঠিকঠাক অনুশীলন করতে পারি। তা হলেই গোটা টিমকে ম্যাচ ফিট রাখা যাবে।’’

Advertisement

আরও পড়ুন:

অন্য লিগে নাম লিখিয়ে বিতর্কে অবিনাশ

তবে গোটা টিম নিয়ে ইস্টবেঙ্গল কোচ প্রাক-মরসুম প্রস্তুতি খুব সিরিয়াস মেজাজে করতে চাইলেও প্রথম দিনের অনুশীলনে কোনও বিদেশি থাকছে না। ফলে প্রথম দিন থেকেই তিন বিদেশি নিয়ে অনুশীলন করাতে পারবেন না খালিদ। যে ব্যাপারে জানতে চাওয়া হলে ইস্টবেঙ্গল কোচ বলেন, ‘‘এটা আরও একটা চিন্তার বিষয়। তবে আমনা ও প্লাজা ভারতীয় ফুটবলে খেলেছে। অনুশীলনের মধ্যেও রয়েছে। খুব অসুবিধা হবে না।’’

এ দিন বিকেলে টিমের ফুটবলারদের সঙ্গেও বসেছিলেন খালিদ। যেখানে নবাগত ফুটবলারদের সঙ্গে আলাপ পর্ব সেরে নেন কোচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement