বন্দিত ও নিন্দিত: দুই নাইট দুই পৃথিবীতে

বিনয়ের জবাব, আমি জেতাতেও পারি

টুইটারে যাঁরা তাঁকে আক্রমণ করেছিলেন, বুধবার তাঁদের উদ্দেশে বিনয় লিখেছেন, ‘ব্যাপারটা সহজ করে নাও তোমরা। এটা নিছকই খেলা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৮ ০৪:৩৩
Share:

প্রত্যাবর্তন: বুধবার চেন্নাই থেকে নিজেদের শহরে ফিরে এলেন নাইটরা। বিমানবন্দরে আন্দ্রে রাসেল (বাঁ দিকে) ও বিনয় কুমার। ছবি: সুদীপ্ত ভৌমিক

মঙ্গলবার রাতে চেন্নাই সুপার কিংসের কাছে হারের পরে কলকাতা নাইট রাইডার্সের ভক্তেরা দু’জনকে কাঠগড়ায় তুলেছেন। এক জন অধিনায়ক দীনেশ কার্তিক। অন্য জন বিনয় কুমার। চেন্নাইকে জিততে হলে শেষ ওভারে তুলতে হত ১৭ রান। অধিনায়ক কার্তিক বল তুলে দেন বিনয় কুমারের হাতে। পঞ্চম বলে ছয় মেরে ম্যাচ জিতিয়ে দেন রবীন্দ্র জাডেজা। এর পরে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার হন বিনয়। যা নিয়ে অবশেষে প্রতিক্রিয়া দিয়েছেন কেকেআর পেসার।

Advertisement

টুইটারে যাঁরা তাঁকে আক্রমণ করেছিলেন, বুধবার তাঁদের উদ্দেশে বিনয় লিখেছেন, ‘ব্যাপারটা সহজ করে নাও তোমরা। এটা নিছকই খেলা। ভুললে চলবে না, আমি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৯ রান করা থেকে আটকে ছিলাম। মুম্বই ইন্ডিয়ান্সকে শেষ ওভারে ১০ রান করতে দিইনি। তখন তোমরা সব কোথায় ছিলে?’

আরসিবির হয়ে খেলার সময় ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ওভারে বল করতে এসে দীনেশ কার্তিক এবং অম্বাতি রায়ডুকে পর পর দু’বলে ফিরিয়ে দেন বিনয়। আরসিবি জেতে দু’ রানে। পরের বছর কেকেআরের হয়ে আরসিবির বিরুদ্ধে শেষ ওভারে সাত রান দিয়েছিলেন তিনি। কলকাতা ম্যাচ জেতে দু’রানে। এই দুই ম্যাচের কথাই নিজের টুইটে বলেছেন বিনয়। নাইট পেসারকে নিয়ে আবার টুইট-যুদ্ধে জড়িয়েছেন আকাশ চোপড়া এবং মনোজ তিওয়ারি। বিনয়ের বোলিং গড় তুলে দিয়ে আকাশ একটি টুইট করেন। যার জবাবে মনোজ লেখেন, ‘আকাশ ভাই, ওর খারাপ পারফরম্যান্সের দিকটা তুলে ধরা ঠিক হচ্ছে না। কেউ খারাপ খেলতে চায় না। তুমি এক জন ক্রিকেটার হিসেবে সেটা ভালই জান।’

Advertisement

বুধবার বিকেলে কলকাতায় ফিরে এসেছে কেকেআর। তবে অধিনায়ক কার্তিক দলের সঙ্গে আসেননি। আজ, বৃহস্পতিবার আসার কথা। কেকেআরের পরের ম্যাচ শনিবার, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। চেন্নাইয়ে হারের পরে নাইট অধিনায়ক কার্তিক বলেন, ‘‘আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। এ বার আমাদের সামনে সানরাইজার্স। দু’টো দলই খুব ভাল। ইডেনে একটা দারুণ ম্যাচ হবে বলেই মনে হচ্ছে।’’ চেন্নাইয়ের বিরুদ্ধে একটা সময় ৮৯ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল কেকেআরের। সেখান থেকে দলকে দু’শো রানের গণ্ডি পার করে দেন আন্দ্রে রাসেল। ৩৬ বলে ৮৮ রান করে। তিনি মারেন এগারোটি ছক্কা। যাঁকে নিয়ে নাইটদের অধিনায়ক বলছেন, ‘‘আন্দ্রে আমাদের খুব ভাল একটা জায়গায় পৌঁছে দিয়েছিল। এই হারে আমাদের ভেঙে পড়লে চলবে না। পরের লড়াইয়ের জন্য তৈরি হতে হবে।’’

এক বছর নির্বাসনে থাকার পরে আবার কেকেআরে ফিরেছেন রাসেল। ফিরেই দ্বিতীয় ম্যাচে সফল। রাসেলের মন্তব্য, ‘‘একটা বছর আমাকে ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে। যা থেকে শিক্ষা নিয়ে আমি এখন অন্য মানুষ। নিজেকে বদলে ফেলেছি।’’ ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার আরও বলেছেন, ‘‘আমি নম্র হতে শিখেছি। আমি শিখেছি, নিজেকে শিখরে রেখেও কী ভাবে মাটির মানুষ থাকতে হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন