আম্পায়ারের সিদ্ধান্তে উষ্মা, বিরাটের জরিমানা

শনিবার তাঁর ব্যাটেই পাকিস্তানের বিরুদ্ধে জয়ের কাহিনী লেখার শুরু। ব্যাট হাতে তিনিই ভরসা দিয়েছিলেন ভারতীয় দলকে। যখন কোনও রান না করে প্যাভেলিয়নে ফিরে গিয়েছিলেন দুই ওপেনার। সেই জয়ের আনন্দে একটু হলেও হতাশা দিয়ে গেল এই শাস্তি।

Advertisement

কুন্তল চক্রবর্তী

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:০৫
Share:

পাকিস্তানের বিরুদ্ধে আউট হওয়ার পর বিরাট কোহলি। ছবি-গেটি ইমেজেস।

শনিবার তাঁর ব্যাটেই পাকিস্তানের বিরুদ্ধে জয়ের কাহিনী লেখার শুরু। ব্যাট হাতে তিনিই ভরসা দিয়েছিলেন ভারতীয় দলকে। যখন কোনও রান না করে প্যাভেলিয়নে ফিরে গিয়েছিলেন দুই ওপেনার। সেই জয়ের আনন্দে একটু হলেও হতাশা দিয়ে গেল এই শাস্তি। সেই বিরাট কোহলিরই কেটে নেওয়া হল ম্যাচ ফির ৩০ শতাংশ। আইসিসির নিয়ম লঙ্ঘণ করে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে শাস্তি হল কোহলির। আইসিসি-র কোড অফ কনডাক্টের আর্টিকেল নম্বর ২.১.৫ এর নিয়ম অনুযায়ী, কোনও আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করলেই শাস্তি পেতে হবে। সে প্লেয়ার হোক বা সাপোর্ট স্টাফ।

Advertisement

শনিবার মীরপুরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তখন ভারতীয় ইনিংসের ১৫ ওভার চলছে। যখন বিরাট কোহলিকে এলবিডব্লু আউট দেওয়া হয়। তার পরই প্রথমে আম্পায়ারের উদ্দেশে ব্যাট তুলে দেখান। মাঠ ছেড়ে বেড়িয়ে যাচ্ছেন যখন তখন আবার তাঁকে দেখা যায় বার বার পিছন ফিরে আম্পায়ারের দিকে তাকিয়ে কিছু বলতে। যে ব্যবহার ক্রিকেট স্পিরিটকেই ধাক্কা দেয়। রবিবার কোহলি তাঁর দোষ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারি জেফ ক্রো-র দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন।

আরও খবর

Advertisement

রোহিতের হালকা চোট, করা হল এক্স-রে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement