রোহিত শর্মার বড় ভক্ত বিরাট কোহলি

অস্ট্রেলিয়ায় টি২০ সিরিজ জিতে এমনই খোলাসা করলেন বিরাট কোহলি। তিনি নাকি রোহিত শর্মার বড় ভক্ত। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দাঁড়িয়ে আবারও সেই কথা জানিয়ে গেলেন টেস্ট অধিনায়ক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:০৯
Share:

অস্ট্রেলিয়ায় টি২০ সিরিজ জিতে এমনই খোলাসা করলেন বিরাট কোহলি। তিনি নাকি রোহিত শর্মার বড় ভক্ত। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দাঁড়িয়ে আবারও সেই কথা জানিয়ে গেলেন টেস্ট অধিনায়ক। বলেন, ‘‘আমি আগেও অনেকবার বলেছি, আমি রোহিতের বড় ভক্ত। ওর ব্যাটিংয়ের ভক্ত।’’ টি২০ সিরিজের শেষ ম্যাচে দু’জনের ব্যাটেই জয় এসেছে ভারতের। অস্ট্রেলিয়ায় সে ওয়ানডে হোক বা টি২০ সিরিজ, ব্যাট হাতে ভারতকে ভরসা দিয়েছেন এই দু’জন। টি২০ সিরিজে ১৯৯ রানে বিরাট কোহলিই টপ স্কোরার হয়েছেন। ১৪৩ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। এই দু’য়ের মাঝে অবশ্য জায়গা করে নিয়েছেন শেন ওয়াটসন। ১৫১ রান করেছেন তিনি। শেষ ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন ওয়াটসন। কিন্তু একদিনের সিরিজে বাজিমাত করেছেন বিরাটের পছন্দের রোহিত শর্মাই। ৪৪১ রান করেছেন রোহিত। ঠিক ৬০ রান পিছনে রয়েছেন বিরাট কোহলি।

Advertisement

আত্মবিশ্বাসী বিরাট অবশ্য স্বীকার করে নিলেন এই সিরিজ ৩-০তে জেতার ব্যাপারে নিশ্চিত ছিলেন তাঁরা। শুধু তাই নয় অস্ট্রেলিয়া থেকে সিরিজ ৪-৪ করেই ফেরার ব্যাপারে নিশ্চিত ছিল পুরো দল। তিনি বলেন, ‘‘সিডনি ওয়ানডের আগে আমরা ঠিক করেই নিয়েছিলাম সিরিজ ৪-৪ এ শেষ করেই ফিরব। আমরা ভাল খেলেও জয়ের মুখ দেখতে পাচ্ছিলাম না। খুব হতাশ লাগছিল। নিজের কাছে চ্যালেঞ্জ নিয়েছিলাম ওদের দেওয়া রান তাড়া করেই জিততে হবে।’’ শেষ ম্যাচের শেষ দু’ওভারে যখন ভারতের সামনে ২২ রানের লক্ষ্য তখন যুবরাজ সিংহ আর সুরেশ রায়নার হাতেই জয়ের মুখ দেখেছিল ভারত। এই দু’জনের অভিজ্ঞতাই যে শেষ ওভারে কাজে লেগেছে সেটাও মেনে নিলেন বিরাট। তিনি বলেন, ‘‘শেষ দু’ওভারে ওই রান করা সহজ ছিল না। কিন্তু অভিজ্ঞতা দিয়ে ওরা ওই রানটা তুলে নিতে পেরেছিল। দু’জনেই দলে ফিরেছে। এমন অবস্থায় শেষটা ওদের হাত দিয়ে দারুণভাবে হল।’’

আরও খবর

Advertisement

নেপালকে হারিয়ে গ্রুপ শীর্ষে ভারতের যুব দল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement