Sunil Chhetri

সুনীলকে কোহালি: ফিটনেসে আপস নয়

কোহালি স্বীকার করেছেন, ফিটনেসে তাঁর উন্নতির নেপথ্যে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ট্রেনার শঙ্কর বাসু।

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

কলকাতা শেষ আপডেট: ১৮ মে ২০২০ ০৩:২৯
Share:

সুনীল ছেত্রী-বিরাট কোহালি

ভারতীয় দলের দুই অধিনায়ক। একজন ক্রিকেট দলের, অন্যজন ফুটবলের। কিন্তু দু'জনের মধ্যে বন্ধুত্ব অটুট। সুনীল ছেত্রীর বাড়িতে সস্ত্রীক নৈশভোজেও আমন্ত্রিত ছিলেন বিরাট কোহালি। দু'জনেই ভারতের খেলাধুলোর ফিটনেস আইকন। রবিবার সুনীলের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে বিরাট জানিয়ে দিলেন, যত দিন খেলবেন, তত দিন ফিটনেসের সঙ্গে কোনও আপস করবেন না।

Advertisement

সুনীলকে বিরাট বলেন, "ফিটনেস আমার কাছে সব কিছু। এই প্রসঙ্গে কোনও কৃতিত্ব নিতে চাই না। কিন্তু আমি এই জায়গায় পৌঁছেছি শুধুমাত্র ফিটনেসের সঙ্গে আপস করিনি বলে।" কোহালি স্বীকার করেছেন, ফিটনেসে তাঁর উন্নতির নেপথ্যে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ট্রেনার শঙ্কর বাসু। বিরাটের কথায়, "শঙ্কর বাসুর জন্যই ফিটনেসে উন্নত হয়েছি। আরসিবি-র ট্রেনার ছিলেন। সেখান থেকেই শুরু আমার ফিটনেস বিপ্লব। আমার কোমরে সমস্যা ছিল। ওঁর দেওয়া ট্রেনিং করতে চাইতাম না শুরুতে। কিন্তু তিন সপ্তাহের মধ্যে পুরোটাই বদলে যায়। ফল পেয়ে অবাক হয়ে গিয়েছিলাম।"

সুনীলও বলেন, "সত্যিই তুমি ফিটনেস নিয়ে কখনওই আপস করো না। আশা করি, অবসরের পরেও এই ফিটনেস বজায় রাখবে তুমি‌।" বিরাটের উত্তর, "অবসরের পরে দিল্লির স্ট্রিট ফুড খাওয়ার খুব ইচ্ছে আমার।" সুনীলের পাল্টা উত্তর, "তুমি যখন খাবে, আমাকে ডেকো কিন্তু।"

Advertisement

বিরাটের এই ফিটনেসের প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডসও। তাঁর মতে বর্তমান বিশ্বের সব চেয়ে ফিট ক্রিকেটার হলেন কোহালি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন