Sports News

ক্রুণাল পাণ্ড্যর বিয়েতে গেলেন সচিন-অমিতাভ

মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে দীর্ঘদিনের বান্ধবী পাঙ্খুরি শর্মাকে বিয়ে করলেন ক্রুনাল। মঙ্গলবারই বিরুষ্কার বিয়ের শেষ অনুষ্ঠানটি হয়ে গিয়েছে মুম্বইয়ে। পর দিনই বিয়ে সারলেন ক্রুনাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ১৮:০৭
Share:

ক্রুনাল পাণ্ড্যর বিয়েতে হাজির সচিন তেন্ডুলকর। ছবি: টুইটার থেকে।

সদ্য ক্রিকেট থেকে বলিউড যে বিয়েতে মজেছিল সেখান থেকে একটু যেন হটকে স্বাদ দিলেন ক্রুনাল পাণ্ড্য। বিরুষ্কার মতো সেই কানাঘুঁষো তো নেইই। নেই তারকাদের যাতায়াত। নেই সোশ্যাল মিডিয়ায় হামলে পড়া চর্চা। কিন্তু তবুও যাঁর বিয়ে হল তিনি ভারতীয় দলের সদস্যের ভাই। এক পরিবারের দুই ভাইই চুটিয়ে খেলেন ক্রিকেট। ভারতীয় দলের নিয়মিত খেলেন ক্রুনালের ভাই হার্দিক পাণ্ড্য। ভারতীয় ক্রিকেটে তিনি এখন বেশ পরিচিত নাম। ভাইয়ের বিয়েতে জমিয়ে নাচলেন হিন্দি গানের তালে।

Advertisement

মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে দীর্ঘদিনের বান্ধবী পাঙ্খুরি শর্মাকে বিয়ে করলেন ক্রুনাল। মঙ্গলবারই বিরুষ্কার বিয়ের শেষ অনুষ্ঠানটি হয়ে গিয়েছে মুম্বইয়ে। পর দিনই বিয়ে সারলেন ক্রুনাল। এই বিয়েতেও তারকার আনাগোনার অভাব ছিল না। সেই তালিকায় স্বপরিবারে উপস্থিত ছিলেন মুম্বই ইন্ডিয়ানের কর্ণধার মুকেশ অম্বানি। এ ছাড়াও ছিলেন সচিন তেন্ডুলকর ও অমিতাভ বচ্চনের মতো ক্রিকেট ও বলিউডের সেরা তারকারা।

সঙ্গে ছিলেন ইন্ডিয়া টিমের অনেকেই। সেই তালিকায় যেমন ছিলেন রোহিত শর্মা তেমনই ছিলেন অক্ষর পটেলও। সকলেই বিয়ে থেকে ফিরে ছবি টুইট করেন। এক ধাপ এগিয়ে অমিতাভ বচ্চন। তিনি এক সঙ্গে দুটো ছবি পোস্ট করেন। যেখানে বিরাট-অনুষ্কা ও ক্রুনাল পাণ্ড্যর বিয়েতে হার্দিকের সঙ্গে ছবি পোস্ট করলেন। ক্রুনাল আইপিএল-এ খেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। ডোমেস্টিক ক্রিকেটে খেলেন বরোদার হয়েছে।

Advertisement

আরও পড়ুন দাদার বিয়ের আসরে মধ্যমণি হার্দিক

আরও পড়ুন দাদার বিয়ের আসরে মধ্যমণি হার্দিক !! !! & ! 💙 & 🙌

আরও পড়ুন দাদার বিয়ের আসরে মধ্যমণি হার্দিক !! !! & ! 💙 & 🙌

আরও পড়ুন দাদার বিয়ের আসরে মধ্যমণি হার্দিক

আরও পড়ুন দাদার বিয়ের আসরে মধ্যমণি হার্দিক !! !! & ! 💙 & 🙌

আরও পড়ুন দাদার বিয়ের আসরে মধ্যমণি হার্দিক

আরও পড়ুন দাদার বিয়ের আসরে মধ্যমণি হার্দিক !! !! & ! 💙 & 🙌

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement