কেকেআর বোলিং কোচ বালাজি

প্রাক্তন জাতীয় পেসার লক্ষ্মীপতি বালাজিকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করল কলকাতা নাইট রাইডার্স। ২০১১ থেকে ২০১৩ কেকেআর বোলিংয়ের অন্যতম অস্ত্র ছিলেন বালাজি। ২০১২ সালে কেকেআরের প্রথম আইপিএল জয়েও তাঁর অবদান রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৭ ০২:৫৭
Share:

প্রাক্তন জাতীয় পেসার লক্ষ্মীপতি বালাজিকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করল কলকাতা নাইট রাইডার্স। ২০১১ থেকে ২০১৩ কেকেআর বোলিংয়ের অন্যতম অস্ত্র ছিলেন বালাজি। ২০১২ সালে কেকেআরের প্রথম আইপিএল জয়েও তাঁর অবদান রয়েছে। ‘‘কেকেআর পরিবারে বালাকে ফের স্বাগত জানাতে পেরে দারুণ লাগছে। আমাদের প্রথম ট্রফি জয়ের পিছনে ওর বড় অবদান ছিল,’’ এ দিন এই ঘোষণা করে বলেছেন নাইট সিইও বেঙ্কি মাইসোর। আর বালাজির কথায়, ‘‘কেকেআরে প্লেয়ার হিসেবে আমার অভিজ্ঞতাটা দারুণ উপভোগ্য ছিল। যে ফ্র্যাঞ্চাইজিকে শ্রদ্ধা করি, সেখানে ফিরতে পেরে ভাল লাগছে।’’

Advertisement

২০১০ থেকে নাইটদের বোলিং কোচ এবং পরামর্শদাতা থেকেছেন ওয়াসিম আক্রম। ২০১৬-র শেষ দিকে তিনি সরে দাঁড়ান। কেকেআরে থাকার সময় মহম্মদ শামি, উমেশ যাদবদের ক্লাস নিয়েছেন প্রাক্তন পাকিস্তানি পেসার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন