স্পিনাররা স্মিথদের চাপে না ফেললে ভারত আর ম্যাচ জিতবে কী করে

রোহিত শর্মা আবার একটা অসাধারণ সেঞ্চুরি করে দেখল, ফের ওর সেঞ্চুরিটা জলে যাচ্ছে। দেখল, তিনশো প্লাস তুলে ভারত আবার অস্ট্রেলিয়াকে আটকে রাখতে ব্যর্থ হচ্ছে। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচেও যা হল। যা দেখছি, ধোনি আর ওর টিমের অবস্থা মোটেও এখন সুবিধের নয়। কারণ, আর একটা ম্যাচে হার মানে আরও একটা ওয়ান ডে সিরিজ হার।

Advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৬ ০৩:৪৩
Share:

সিরিজে টিকে থাকতে আজ জিততেই হবে ধোনিদের।

রোহিত শর্মা আবার একটা অসাধারণ সেঞ্চুরি করে দেখল, ফের ওর সেঞ্চুরিটা জলে যাচ্ছে। দেখল, তিনশো প্লাস তুলে ভারত আবার অস্ট্রেলিয়াকে আটকে রাখতে ব্যর্থ হচ্ছে। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচেও যা হল। যা দেখছি, ধোনি আর ওর টিমের অবস্থা মোটেও এখন সুবিধের নয়। কারণ, আর একটা ম্যাচে হার মানে আরও একটা ওয়ান ডে সিরিজ হার।

Advertisement

কোনও সন্দেহ নেই ভারত সমর্থকরা ভাবছেন, কী করলে টিমের হাল ফিরতে পারে! সিরিজে ফিরে আসতে কী কী করা উচিত? দু’টো ম্যাচেই সমস্যার মূল জায়গা ছিল বোলিং। আরও ভাল করে বললে, স্পিনারদের ব্যর্থতা। মাঝের ওভারে স্পিনাররা চাপ তৈরি করতে পারছে না, ভারতও ভুগছে। আর এই সমস্যা আজকের নয়। গত পাঁচ বছর ধরেই রোগটা ভোগাচ্ছে ভারতীয় স্পিনারদের। দেশের মাটিতে ওরা খুব ভাল বল করছে। কিন্তু যে মুহূর্তে বিদেশে যাচ্ছে, উপমহাদেশের পরিবেশের বাইরে যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে।

স্পিনারদের কুড়ি ওভার কী রকম হওয়া উচিত? অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের রান তোলাটা কঠিন করে তোলা উচিত এই কুড়িটা ওভারে। তাতে আস্কিং রেট আপনাআপনি বাড়বে, ব্যাটসম্যানরা বাধ্য হবে ঝুঁকি নিতে। কিন্তু স্মিথ আর ওর দলবলকে তো চ্যালেঞ্জের মুখেই ফেলা সম্ভব হচ্ছে না। ওরা অনায়াসে স্ট্রাইক রোটেট করছে, মাঝে মাঝে বড় শট খেলছে। ওদের চাপে ফেলে রান আটকে দেওয়াটা একেবারেই হচ্ছে না।

Advertisement

পেসারদেরও বিশৃঙ্খল দেখাচ্ছে। জোরে বল করাটাই সব নয়। একটা নির্দিষ্ট লাইন রাখাটাই আসল। বেসিকস ঠিক রাখাই সব নয়, বেসিকস ঠিক রেখে সেটাকে কাজে লাগানোটাই আসল। তুমি একটা লেগ সাইডে ফেলবে, একটা অফস্টাম্পের বাইরে শর্ট ফেলবে, ব্যাটসম্যানদের ইচ্ছেমতো রান করে যেতে দেবে— এটা হতে পারে না। অস্ট্রেলীয় বোলিং খুব সাধারণ। অতীতের ধারেকাছে নেই। খুব সাধারণ মিডিয়া পেস বোলিং করছে ওরা। কিন্তু একটা নির্দিষ্ট লাইন ধরে করছে। ভারত অধিনায়ক শুনলাম বলেছে যে, ব্যাটসম্যানদের এ বার ৩৩০ করতে হবে জেতার জন্য। কিন্তু ধোনির সঙ্গে আমি একমত হতে পারলাম না। ৩০৯ বা ৩০৮ যথেষ্ট বড় স্কোর।

ভারতের তা হলে এই অবস্থা থেকে কী করা উচিত? হয়তো ধোনি একটু অন্য রকম চেষ্টা করবে। একটু অন্য ভাবে খেলতে চাইবে। মেলবোর্নের উইকেটে একটা স্পঞ্জি বাউন্স থাকে, যা ভারত অধিনায়ককে দোটানায় ফেলে দিতে পারে যে এখানে এক স্পিনার নিয়ে নামা যায়, না কি নয়? তা ছাড়া এ বার টস জিতলে ধোনি হয়তো চাইবে পরে ব্যাট করতে। দেখতে চাইবে, ওর ব্যাটসম্যানরা কেমন রান তাড়া করে। যা-ই হোক, একটা ব্যাপার খুব পরিষ্কার। মেলবোর্নে ভারতীয়দের যাবতীয় ভুলত্রুটি শুধরে নামতে হবে। যদি সিরিজে বেঁচে থাকতে হয়!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement