Sports News

বিসিসিআইকে তথ্যের অধিকার আইনের আওতায় আনার প্রস্তাব

এ নিয়ে অতীতে অনেক আলোচনা হয়েছে। যে কারণে একটা সময় বলাও হয়েছিল এই ভারতীয় ক্রিকেট দল আসলে ভারতীয় দল নয়। বিসিসিআই-এর দল।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৮ ২১:১৩
Share:

বুধবার ভারতীয় আইন কমিশন ক্রেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে, বিসিসিআই এবং তার অধীনে থাকা সমস্ত সংস্থাকে তথ্যের অধিকার আইনের আওতায় নিয়ে আসতে হবে।

Advertisement

এ নিয়ে অতীতে অনেক আলোচনা হয়েছে। যে কারণে একটা সময় বলাও হয়েছিল এই ভারতীয় ক্রিকেট দল আসলে ভারতীয় দল নয়। বিসিসিআই-এর দল। আইন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘যখন সব ক্রীড়া সংস্থা এই আইনের আওতায় রয়েছে তা হলে বিসিসিআই কেন নয়?’’

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড। কিন্তু তারা প্রাইভেট সংস্থা হিসেবেই এতদিন কাজ করছে। বিসিসিআই-এর নাম নথিভুক্ত হয়েছিল তামলনাড়ু সোসাইটি রেজিস্ট্রেশন আইনের অধিনে।

Advertisement

আরও পড়ুন
রোহিত রোশনাইয়ে প্রথম জয় পেল মুম্বই

২০১৬তেও একবার বিসিসিআইকে আরটিআই আইনের অধিনে আনার প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু বিসিসিআই ‘প্রাইভেট বডি’ হিসেবেই থাকতে চায় তা আগেই বুঝিয়ে দিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন