দিল্লিতে নাদাল জাপানি দলে লিয়েন্ডার

আইপিটিএল ২০১৫ চারের বদলে পাঁচ দলের। ব্যাঙ্কক, ম্যাকাও সিটি, কুয়ালা লামপুর আর জাকার্তার দরপত্রকে হারিয়ে টোকিও আন্তর্জাতিক প্রিমিয়ার টেনিস লিগের নতুন কেন্দ্র তথা দল হিসেবে আবির্ভূত হল রবিবার দুবাইয়ে মহেশ ভূপতির মস্তিষ্কপ্রসূত অভিনব টিম টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় ড্রাফ্টে। নতুন দলের নাম জাপান ওয়ারিয়র্স। যে দলের মাধ্যমে ভূপতির টুর্নামেন্টে আত্মপ্রকাশ ঘটতে চলেছে লিয়েন্ডার পেজের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৫ ০৩:০১
Share:

আইপিটিএল ২০১৫ চারের বদলে পাঁচ দলের। ব্যাঙ্কক, ম্যাকাও সিটি, কুয়ালা লামপুর আর জাকার্তার দরপত্রকে হারিয়ে টোকিও আন্তর্জাতিক প্রিমিয়ার টেনিস লিগের নতুন কেন্দ্র তথা দল হিসেবে আবির্ভূত হল রবিবার দুবাইয়ে মহেশ ভূপতির মস্তিষ্কপ্রসূত অভিনব টিম টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় ড্রাফ্টে। নতুন দলের নাম জাপান ওয়ারিয়র্স। যে দলের মাধ্যমে ভূপতির টুর্নামেন্টে আত্মপ্রকাশ ঘটতে চলেছে লিয়েন্ডার পেজের। ভারতের সর্বকালের সেরা ডাবলস তারকার টোকিওর দলে অন্যতম সঙ্গী হচ্ছেন শারাপোভা এবং স্থানীয় সুপারস্টার নিশিকোরি। প্রথম বারের চারটি দল সিঙ্গাপুর স্ল্যামার্স, ম্যানিলা ম্যাভেরিক্স, ইউএই রয়্যালস আর ইন্ডিয়ান এসেসেও অনেক পরিবর্তন ঘটে গিয়েছে ২০১৫-র নতুন ড্রাফ্টে। ভারতীয় দল ছেড়ে ফেডেরার ঢুকলেন দুবাইয়ের দলে। দিল্লি রজারের পরিবর্ত পেল রাফা নাদালকে। যাঁর এটাই প্রথম আইপিটিএল। দুবাই ফেডেরারকে পেলেও জকোভিচকে হারাল। বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার এ বছর খেলবেন সিঙ্গাপুর টিমে। ফ্যাব ফোরের চতুর্থ মহাতারকা অ্যান্ডি মারে এ বারের আইপিটিএলে নেই। ম্যানিলা টিমে মারের বদলে সেরা আকর্ষণ মেয়েদের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামস। গত বারের চ্যাম্পিয়ন ইন্ডিয়ান এসেস তাদের দুই ভারতীয় তারকা সানিয়া মির্জা আর রোহন বোপান্নাকে এ বারও রেখে দিয়েছে। তবে গত বারের মতোই সোমদেব দেববর্মন দ্বিতীয় আইপিটিএল ড্রাফ্টে থাকলেও কোনও ফ্র্যাঞ্চাইজি দল তাঁকে এ বারও নেয়নি। এ বারও আইপিটিএল পেশাদার সার্কিটের অফ সিজনে ডিসেম্বরের ২-২০ হবে। শুরু টোকিওয়ে। দিল্লিতে সম্ভবত বসবে চতুর্থ লেগ।

Advertisement

আজলান শাহতে ভারত তৃতীয়
সংবাদ সংস্থা • ইপো

Advertisement

আজলান শাহ হকিতে ভারত অবশেষে তিন নম্বরে শেষ করল। তৃতীয়-চতুর্থ স্থানের ম্যাচে এ দিন নিকিন-শ্রীজেস-সর্দার সিংহেরা টাইব্রেকারে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন। নির্ধারিত সময় ২-২ থাকার পর পেনান্টি কর্নার শ্যুট আউটে ভারতীয়রা চারটি এবং কোরীয়রা মাত্র এক গোল করেন। এ দিনের ম্যাচে ভারতের দুই গোলদাতা গত কাল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করা নিকিন থিমাইয়া এবং সতবীর সিংহ। অস্ট্রেলিয়াকে ৩-১ হারিয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন