Leander Paes

মায়ের সঙ্গে লিয়েন্ডার, ছবি পোস্ট করলেন জেনিফার

৪৭ বছর বয়সি লিয়েন্ডার এখন টোকিয়ো অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ২০:৫৮
Share:

মায়ের সঙ্গে লিয়েন্ডার। ছবি ফেসবুক থেকে নেওয়া।

দীর্ঘদিন পর মা জেনিফার পেজের সঙ্গে লিয়েন্ডার পেজ। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্বয়ং জেনিফার। যা সাড়া ফেলেছে নেটাগরিকদের মধ্যে।

Advertisement

পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে মা এবং আরও কয়েকজনের সঙ্গে লিয়েন্ডারকে। খাওয়ার টেবিলে রয়েছেন তাঁরা। মা এবং আরও একজন বয়স্ক মহিলাকে জড়িয়ে রয়েছেন লিয়েন্ডার। জেনিফার পেজ ছবির সঙ্গে লিখেছেন, ‘লিয়েন্ডারের সঙ্গে দারুণ কাটল সন্ধে’।

৪৭ বছর বয়সি লিয়েন্ডার এখন টোকিয়ো অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি টানা ৮বার অলিম্পিকে অংশগ্রহণের রেকর্ড গড়তে চান। সদ্য তিনি বলেছেন যে শারীরিক, মানসিক ও আবেগের দিক দিয়ে অলিম্পিকের কথা মাথায় রেখে তৈরি হচ্ছেন তিনি। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে টেনিসে ব্রোঞ্জ জিতেছিলেন লিয়েন্ডার। তা ছিল অলিম্পিক টেনিসে ভারতের প্রথম পদক।

Advertisement

আরও পড়ুন: বাবা হলেন উইলিয়ামসন, অভিনন্দন জানালেন বিরাট​

আরও পড়ুন: নেতা রাহানের উপর ভরসা রাখলেন কোহালি​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement