মেসিকে তোপ পাসারেল্লার, ক্ষুব্ধ মারাদোনা

একমাত্র মারাদোনাই এত দিন কোনও মন্তব্য করেননি। অবশেষে নীরবতা ভাঙলেন ফুটবল কিংবদন্তি। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০৪:০৯
Share:

বিদ্ধ: মেসির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন প্রাক্তন জাতীয় কোচের। ফাইল চিত্র

ফের বিস্ফোরক দিয়েগো মারাদোনা। মাদ্রিদে ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে ১-৩ হারের পরে আর্জেন্টিনার জাতীয় দলের সমালোচনায় মুখর ফুটবল বিশেষজ্ঞ থেকে বহু প্রাক্তন তারকা। একমাত্র মারাদোনাই এত দিন কোনও মন্তব্য করেননি। অবশেষে নীরবতা ভাঙলেন ফুটবল কিংবদন্তি।

Advertisement

মারাদোনার মতে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে খেলার যোগ্যতাই নেই এই ফুটবলারদের। ক্ষুব্ধ মারাদোনা বলেছেন, ‘‘আর্জেন্টিনা বনাম ভেনেজ়ুয়েলা ম্যাচটা দেখিনি। কারণ, ভয়ের সিনেমা আমি দেখতে একেবারেই পছন্দ করি না। এই ফুটবলারদের আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে খেলার যোগ্যতাই নেই। আর্জেন্টিনার সেই সব মানুষের জন্য দুঃখিত, যাঁরা এখনও বিশ্বাস করেন এই ফুটবলারেরা দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’’

ফুটবল ফেডারেশনের কর্তাদের বিরুদ্ধেও তোপ দেগেছেন ১৯৮৬ বিশ্বকাপের নায়ক। তিনি বলেছেন, ‘‘জাতীয় দলের দায়িত্বে থাকা কর্তারা প্রত্যেকেই অযোগ্য। তাই হয়তো ভেবেছিলেন, সহজেই ম্যাচটা জিতবে আর্জেন্টিনা। ভেনেজ়ুয়েলা কতটা শক্তিশালী সেই সম্পর্কে ধারণাই নেই ওঁদের।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমি মনে করি রুগেরি, বাতিস্তা, জিস্তি, পম্পিদু, ক্যানিজিয়ারা থাকলে ছবিটা অন্য রকম হত। কিন্তু ওদের কখনও ডাকা হয় না।’’

Advertisement

মারোদানা গোটা দলের সমালোচনা করলেও কোনও ফুটবলারের নাম উল্লেখ করেননি। কিন্তু ১৯৭৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অন্যতম সদস্য ও জাতীয় দলের প্রাক্তন কোচ দানিয়েল পাসারেল্লে প্রশ্ন তুলেছেন লিয়োনেল মেসির দায়বদ্ধতা নিয়ে। তিনি বলেছেন, ‘‘মেসি অসাধারণ ফুটবলার। ওর অনেক কিছু দেওয়ার আছে। কিন্তু বার্সেলোনার হয়ে খেলার সময় ওর মানসিকতাই বদলে যায়। ক্লাবের জার্সিতেই ভাল খেলে মেসি।’’

রাশিয়া বিশ্বকাপে বিপর্যয়ের পরে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মেসি। ৯ মাস পরে ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে মাঠে ফেরেন। চেয়েছিলেন ম্যাচ জিতে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখবেন। কিন্তু তা তো হলই না, উল্টে চোট পেয়ে ছিটকে গেলেন মরক্কোর বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি থেকেও। বার্সেলোনা তারকার এজেন্ট মরক্কো ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছেন, ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে চোট পেয়েছিলেন মেসি। ম্যাচের পরেই চিকিৎসা করাতে মাদ্রিদ থেকে বার্সেলোনা ফিরে গিয়েছেন তিনি। ফলে মঙ্গলবার মরক্কোর বিরুদ্ধে খেলবেন না। বার্সেলোনা তরফেও এক বিবৃতিতে জানানো হয়েছে, চোটের কারণেই মরক্কোর বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে খেলা সম্ভব নয় মেসির। তবে লা লিগায় এস্প্যানিয়লের বিরুদ্ধে পরের ম্যাচে সম্ভবত খেলবেন তিনি। এই খবরে বার্সেলোনা সমর্থকেরা খুশি হলেও হতাশ মরক্কো ফেডারেশনের কর্তারা ও ফুটবলপ্রেমীরা। মেসি ছিটকে যাওয়ায় আর্জেন্টিনা বনাম মরক্কো ম্যাচের আকর্ষণই থাকল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন