রিয়ালও চায়, মেসি খেলুন

ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লা লিগায় শেষ ম্যাচে মেসি ঊরুতে চোট পান। সোমবার অনুশীলনে ছিলেন না। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৩২
Share:

ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লা লিগায় শেষ ম্যাচে মেসি ঊরুতে চোট পান। সোমবার অনুশীলনে ছিলেন না। 

এক দশকের উপর বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ লড়াইয়ের আকর্ষণ ছিলেন লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ তারকা জুভেন্তাসে যোগ দেওয়ায় স্পেনের যুযুধান দুই ক্লাবের লড়াই ঘিরে আগ্রহ কমেছে। তার উপর, বুধবার ক্যাম্প ন্যু-তে কোপা দেল রে-র সেমিফাইনাল প্রথম লেগে মেসির খেলা নিয়ে সংশয় আছে।

Advertisement

ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লা লিগায় শেষ ম্যাচে মেসি ঊরুতে চোট পান। সোমবার অনুশীলনে ছিলেন না। মঙ্গলবার অবশ্য তাঁকে প্র্যাক্টিসে নামতে দেখা যায়। বার্সেলোনা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে অবশ্য মেসির খেলার ব্যাপারে আশাবাদী। বলেছেন, ‘‘আশা করছি লিয়ো খেলতে পারবে।’’

রিয়াল ম্যানেজার সান্তিয়াগো সোলারিও চান, মেসি খেলুন। সাংবাদিক সম্মেলনে তাঁর মন্তব্য, ‘‘ভাল ফুটবলের স্বার্থে সেরা ফুটবলারের মাঠে থাকাটা জরুরি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement