বড় রোনাল্ডোর কটাক্ষ

জিতলে মেসি জেতায়, হারলে দোষ অন্যদের

‘বড়’ রোনাল্ডোর ‘বিতর্কিত’ প্রশ্ন, ‘‘যখন ওরা জেতে তখন বলা হয় মেসির জন্যই জিতেছে। তা হলে কেন হারের জন্যও ও দায়িত্ব নেবে না? সেটা না করার মানে তো দলের বাকি দশজনকে অসম্মান করা।’’ 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মে ২০১৯ ০৩:২২
Share:

লিভারপুলের কাছে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি সেমিফাইনালে বার্সেলোনার ০-৪ হারের পরে লিয়োনেল মেসিকে ঘুরিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না আর এক কিংবদন্তি, ব্রাজিলের রোনাল্ডো নাজ়ারিয়ো দা লিমা। স্পেনের সংবাদমাধ্যমে বিশ্বকাপজয়ী এই প্রাক্তন বার্সা তারকা যা বললেন তার মূল কথা, বার্সেলোনা কোনও ম্যাচ জিতলে বলা হয় মেসি জিতিয়েছেন, কিন্তু হেরে গেলে সব দায় গিয়ে পড়ে দলের অন্যদের উপর। তাঁর দাবি, বার্সার হারের জন্যও এখন থেকে মেসিরও দায়িত্ব নেওয়া উচিত।

Advertisement

এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছেন, ‘‘নিঃসন্দেহে বার্সেলোনা দুর্ধর্ষ দল। ওদের দলে রয়েছে বিশ্বের সেরা ফুটবলার মেসি।’’ যোগ করেছেন, ‘‘কিন্তু ওরা লিভারপুলের কাছে হেরে যাওয়ার পরে শুনলাম লোকে বলছে, ভালভার্দে (আর্নেস্তো), কুতিনহোদের (ফিলিপে) জন্য ওরা ফিরতি সেমিফাইনালে হেরেছে। একেবারেই মেসির জন্য নয়।’’

‘বড়’ রোনাল্ডোর ‘বিতর্কিত’ প্রশ্ন, ‘‘যখন ওরা জেতে তখন বলা হয় মেসির জন্যই জিতেছে। তা হলে কেন হারের জন্যও ও দায়িত্ব নেবে না? সেটা না করার মানে তো দলের বাকি দশজনকে অসম্মান করা।’’ সঙ্গে লিভারপুলের প্রত্যাঘাতেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রাক্তন ব্রাজিলীয় মহাতারকা। তাঁর কথায়, ‘‘যখন একটা দল অনেক বেশি উদ্বুদ্ধ হয়ে খেলতে নামে আর যদি সে দলের গভীরতা প্রতিপক্ষ দলের থেকে বেশি হয়, তা হলে এ রকম প্রত্যাবর্তনের ঘটনা ঘটতেই পারে।’’ সঙ্গে অবশ্য যোগ করেছেন, ‘‘লিভারপুল দলটার গভীরতা নিয়ে প্রশ্ন উঠতে পারে না। বার্সাও সেটা জানত। তবু আমি বলব, মেসিরা যথেষ্ট ভাগ্যের সাহায্য পায়নি।’’ ‘বড়’ রোনাল্ডোর আরও মন্তব্য, ‘‘নিঃসন্দেহে প্রথম সেমিফাইনালে বার্সেলোনা দুর্দান্ত খেলেছিল। মেসির পারফরম্যান্স একইসঙ্গে অসাধারণ আর ব্যতিক্রমী ছিলই। কিন্তু ফিরতি ম্যাচে লিভারপুলের খেলায় গভীরতা অনেক বেশি ছিল।’’

Advertisement

রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ব্যর্থতা নিয়েও মুখ খুলেছেন ‘বড়’ রোনাল্ডো। ফুটবল বিশ্লেষকেরা বলছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল ছাড়ার জন্যই টানা ব্যর্থ হচ্ছে রিয়াল। এবং জ়িনেদিন জ়িদান দায়িত্ব নেওয়ার পরেও পরিস্থিতিতে বিশেষ বদল হয়নি। যা নিয়ে বড় রোনাল্ডো বলেন, ‘‘সমর্থকদের চাহিদার শেষ নেই। ওরা সব সময়ই চায় দল জিতুক। কিন্তু সেটা সব সময় সম্ভব হয় না। রিয়াল দারুণ দল। সাধারণত ওরা সব ম্যাচই প্রায় জেতে। তবে জ়িদান পরের মরসুমে কী ভাবে কাজ করতে চায় আমি জানি না। তবে আশা করছি নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ও রিয়ালকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন