হ্যাটট্রিক মেসির, শীর্ষে বার্সেলোনা

লিয়োনেল মেসি আবার চেনা মেজাজে। রবিবার রাতে লেভান্তের বিরুদ্ধে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে জেতালেন ৫-০ গোলে। এই হ্যাটট্রিকের সুবাদে চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ গোল হয়ে গেল মেসির।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ০৩:১১
Share:

নায়ক: দুরন্ত হ্যাটট্রিক মেসির। এএফপি

লা লিগা

Advertisement

লেভান্তে • বার্সেলোনা

লিয়োনেল মেসি আবার চেনা মেজাজে। রবিবার রাতে লেভান্তের বিরুদ্ধে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে জেতালেন ৫-০ গোলে। এই হ্যাটট্রিকের সুবাদে চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ গোল হয়ে গেল মেসির।

Advertisement

এই জয়ের ফলে লিগ তালিকায় আবার একক ভাবে এক নম্বরে চলে গেল বার্সেলোনা। ১৬ ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট এখন ৩৪। দু’নম্বরে থাকা সেভিয়ার চেয়ে তারা তিন পয়েন্টে এগিয়ে।

বার্সেলোনার দুরন্ত জয়ের পরেও খুব একটা উচ্ছ্বসিত নন কোচ আর্নেস্তো ভালভার্দে। সাংবাদিকদের তিনি বলেন, ‘‘শুরুতে কিন্তু যথেষ্ট লড়াই হয়েছে। ওরা আমাদের বেশ চাপে ফেলেছিল। এমনকি, ওদের একটা শটও পোস্টে লাগে।’’ লেভান্তের চাপ সামলে বার্সাকে লড়াইয়ে ফেরান সেই মেসি। বিপক্ষের রক্ষণ ভেঙে দুরন্ত পাস বাড়ান লুইস সুয়ারেসকে। যে পাস থেকে ৩৫ মিনিটে দলের প্রথম গোল করতে ভুল করেননি সুয়ারেস।

এর পরে একাই লেভান্তেকে ধ্বংস করার দায়িত্ব নেন মেসি। ৪৩, ৪৭ এবং ৬০ মিনিটে গোল করে। বিরতির ঠিক আগে, চার মিনিটের মধ্যে দু’গোল করে লেভান্তের প্রতিরোধ ভেঙে দেন এল এম টেন। হ্যাটট্রিক আসে বিরতির পরে। বার্সার পঞ্চম গোলটি করেন জেরার পিকে। মেসিকে নিয়ে ভালভার্দে বলেছেন, ‘‘মেসি সম্পর্কে কিছু বলার মতো শব্দ আমার ভাণ্ডারে নেই। আমরা শুধু মেসির খেলাটা উপভোগই করতে পারি।’’

এই লেভান্তেই গত বার বার্সেলোনাকে লা লিগায় অপরাজিত থাকতে দেয়নি ৫-৪ গোলে হারিয়ে। রবিবারের ম্যাচে প্রথম দিকে ইমানুয়েল বোয়াতেং গোলের সুযোগ তৈরি করেছিলেন। চাপও তৈরি হয়েছিল বার্সেলোনার ওপর। কিন্তু মেসির ছায়া যত দীর্ঘ হয়েছে ম্যাচের ওপর, তত হারিয়ে গিয়েছে বিপক্ষের প্রতিরোধ।

লেভান্তের ঘরের মাঠে জেতার পরে ভালভার্দে বলেছেন, ‘‘এখানে এসে ম্যাচ জিততে পেরে ভাল লাগছে। গত বার এখানে খেলতে এসে পাঁচ গোল খেয়েছিলাম। তাও পুরো মরসুম অপরাজিত থাকার পরে। তাই আমরা জানতাম, লেভান্তে কতটা বিপজ্জনক হতে পারে। এই ম্যাচটা নিয়ে আমরা বিশেষ সতর্ক ছিলাম।’’ এই মাসের শুরুতে ব্যালন ডি’ওরের ভোটাভুটিতে পঞ্চম স্থান পাওয়ার পরে লা লিগার দু’টো ম্যাচে পাঁচ গোল হয়ে গেল মেসির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন