La Liga

মেসির গোল, বার্সার সহজ জয়

আর্জেন্টিনীয় মহাতারকা মাঠ জুড়ে খেললেন। গোলও পেলেন। চলতি মরসুমে লা লিগায় এখনও পর্যন্ত ১৫ গোল তাঁর নামের পাশে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৫:০৩
Share:

সেল্টা ভিগোর বিরুদ্ধে গোলের পর মেসি। শনিবার ন্যু-ক্যাম্পে। ছবি: এএফপি।

বড়দিনটা লিওনেল মেসি এবং সতীর্থরা কাটাবেন খোশ মেজাজেই। লা লিগায় পয়েন্ট টেবলের শীর্ষে থেকেই ক্রিসমাসের কেক কাটবেন তাঁরা। শনিবার রাতে ঘরের মাঠ ন্যু-ক্যম্পে বার্সেলোনা সহজ জয় পেল সেল্টা ভিগোর বিরুদ্ধে। ২-০ গোলে জয় পেলেন মেসিরা।

Advertisement

আর্জেন্টিনীয় মহাতারকা মাঠ জুড়ে খেললেন। গোলও পেলেন। চলতি মরসুমে লা লিগায় এখনও পর্যন্ত ১৫ গোল তাঁর নামের পাশে। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় বার্সেলোনাকে ১-০ এগিয়ে দেন ওসমানে ডেম্বেলে। এই গোলের নেপথ্যেও সেই মেসিই। জর্ডি আলাবার পাস থেকে বল পেয়ে মেসি যে শট নেন তা বিপক্ষ গোলরক্ষক বাঁচালেও ফিরতি শটে গোল করে গেলেন ডেম্বেলে।

বিরতির ঠিক আগে আলবার পাস ধরেই দলের দ্বিতীয় গোল করলেন এল এম টেন। বাঁ পায়ের সেই বিখ্যাত ট্রেডমার্ক শটে বিপক্ষ জাল কাঁপিয়ে দেন মেসি। গত তিনটি ম্যাচে হাফ ডজন গোল হয়ে গেল তাঁর। লিগ টেবলে এই মুহুর্তে দু নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চাইতে আপাতত তিন পয়েন্টে এগিয়ে রয়েছে বার্সেলোনা।

Advertisement

আরও পড়ুন: আল আইন চূর্ণ, ক্লাব ওয়ার্ল্ড কাপে ট্রফি জয়ের হ্যাটট্রিক রিয়েলের

আরও পড়ুন: বিস্কুট-কারখানা কিনবেন, স্বপ্ন দেখতেন নেমার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement