Lionel Messi

Lionel Messi: বেতন কমিয়ে অর্ধেক করে বার্সেলোনার সঙ্গে ৫ বছরের চুক্তি করতে চলেছেন মেসি

স্পেনের একাধিক সংবাদ মাধ্যমের খবর, মেসির নতুন চুক্তির কাগজপত্র চূড়ান্ত। সম্ভবত তিনি আর্জেন্টিনা থেকে স্পেনে ফিরলেই নতুন চুক্তিতে সই করে দেবেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ২২:০২
Share:

লিয়োনেল মেসি। ফাইল ছবি

অপেক্ষার অবসান। বার্সেলোনার সঙ্গে লিয়োনেল মেসির চুক্তির নবীকরণ স্রেফ সময়ের অপেক্ষা। আগামী দু’একদিনের মধ্যেই তা সরকারি ভাবে জানানো হবে বলে খবর প্রকাশিত হয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যমে।

Advertisement

এক-দুই নয়, বার্সেলোনার সঙ্গে টানা পাঁচ বছরের চুক্তি করতে চলেছেন মেসি। ফলে স্প্যানিশ ক্লাবে থেকেই যে তিনি অবসর নেবেন তা কার্যত চূড়ান্ত। শুধু তাই নয়, ৫০ শতাংশ বেতন কমাতে রাজি হয়েছেন মেসি, যা নজিরবিহীন।

বার্সেলোনার বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক খুবই ভাল। লাপোর্তা বরাবরই মেসির নতুন চুক্তির ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। এমনকী ৩০ জুন মেসির আগের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও তিনি ঘাবড়াননি। জানিয়েছিলেন, আর্থিক নীতির কারণে নতুন চুক্তি সই করতে দেরি হচ্ছে।

Advertisement

বার্সেলোনায় মেসির স্কিলের ঝলক।

কিন্তু স্পেনের একাধিক সংবাদ মাধ্যমের খবর, মেসির নতুন চুক্তির কাগজপত্র চূড়ান্ত। সম্ভবত তিনি আর্জেন্টিনা থেকে স্পেনে ফিরলেই নতুন চুক্তিতে সই করে দেবেন।

গত রবিবারই ২৮ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়েছেন মেসি। এটাই তাঁর প্রথম আন্তর্জাতিক ট্রফি। তাঁকে পেতে টাকার থলি নিয়ে ঝাঁপিয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি-সহ একাধিক ক্লাব। কিন্তু তাদের আশা পূরণ হল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন