ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ // বার্সেলোনা ৩ : রিয়াল মাদ্রিদ ২

মরসুমের প্রথম এল ক্লাসিকোয় নায়ক সেই মেসি

নেমারকে নিয়ে অস্বস্তির মধ্যেই মরসুমের প্রথম এল ক্লাসিকো জিতে উৎসবের আবহ বার্সা শিবিরে। লুইস সুয়ারেজের পাস ধরে গতি বাড়িয়ে রিয়ালের পেনাল্টি বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্ধর্ষ গোল করেন মেসি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ০৪:০০
Share:

রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে গোলের পর মেসিকে নিয়ে সতীর্থদের উল্লাস। রবিবার মায়ামিতে। ছবি: এএফপি

অপ্রতিরোধ্য লিওনেল মেসি।

Advertisement

রবিবার মায়ামিতে গল‌্ফ কিংবদন্তি টাইগার উডসের সামনে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়ে মরসুমের প্রথম এল ক্লাসিকোয় দুরন্ত জয় বার্সেলোনার।

ম্যাচের তিন মিনিটেই বিপর্যয় নেমে আসে রিয়াল শিবিরে। লুইস সুয়ারেজের পাস ধরে গতি বাড়িয়ে রিয়ালের পেনাল্টি বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্ধর্ষ গোল করেন মেসি। সাত মিনিটে ফের বার্সাকে এগিয়ে দেন ইভান রাকিতিচ। ০-২ পিছিয়ে পড়ে বিধ্বস্ত রিয়ালকে ম্যাচে ফেরান মারিও কোভাসিচ। ১৪ মিনিটে কার্লোস হেনরিক ক্যাসিমিরোর পাস থেকে গোল করেন তিনি। ৩৬ মিনিটে সমতা ফেরান মার্কো আসেনসিও। কিন্তু রিয়ালের জয়ের স্বপ্ন অধরাই থেকে যায়। ৫০ মিনিটে নেমার দ্য সিলভা স্যান্টোসের পাস থেকে গোল করেন জেরার পিকে। তার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোহীন রিয়াল।

Advertisement

নেমারকে নিয়ে অস্বস্তির মধ্যেই মরসুমের প্রথম এল ক্লাসিকো জিতে উৎসবের আবহ বার্সা শিবিরে। সন্তানদের নিয়ে তাতে যোগ দেন উডস-ও। অভিভূত গল‌্ফ কিংবদন্তি আর্জেন্তিনা অধিনায়ক ও সুয়ারেজের সঙ্গে ছবি টুইট করে লিখেছেন, ‘আমার সন্তানদের সঙ্গে দেখা করার জন্য ধন্যবাদ মেসি ও সুয়ারেজকে।’

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ম্যানেজার আর্নেস্তো ভালভার্দো-ও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মেসির। তিনি বলেছেন, ‘‘আমরা শুরুটা খুব ভাল করেছিলাম। আর সেটা সম্ভব হয়েছিল মেসির অসাধারণ পারফরম্যান্সের জন্যই।’’ বার্সা ম্যানেজারের মতে আরও বেশি গোলে জেতা উচিত ছিল। বলেছেন, ‘‘আমরা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু তিনটির বেশি গোল হয়নি। তবে পুরো ম্যাচে আমাদেরই আধিপত্য ছিল।’’

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছে হেরেও অবশ্য উদ্বিগ্ন নন রিয়াল ম্যানেজার জিনেদিন জিদান। ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘‘হার কখনওই কাম্য নয়। তবে এটা প্রাক-মরসুম টুর্নামেন্ট। তাই এই ম্যাচে হার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।’’

৮ অগস্ট উয়েফা সুপার কাপে ফের মুখোমুখি হচ্ছে দু’দল। রবিবারের হারকে গুরুত্ব দিচ্ছেন না বলে দাবি করলেও জিদান বলছেন, ‘‘আমাদের লক্ষ্য এখন সুপার কাপ। তার জন্য আরও পরিশ্রম করতে হবে। ধৈর্য ধরতে হবে।’’ তবে ফুটবলারদের পারফরম্যান্সে তিনি যে খুশি নন খোলাখুলিই জানিয়েছেন। জিদান বলেছেন, ‘‘শুরুটা আমরা একদম ভাল করতে পারিনি। মনঃসংযোগের অভাবেই মাত্র সাত মিনিটের মধ্যে দু’গোলে পিছিয়ে যাই। পরে অবশ্য ফুটবলাররা দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু সেটা ম্যাচ জেতার পক্ষে যথেষ্ট নয়। আমরা যে ভাল খেলতে পারিনি, সেটা অস্বীকার করার কোনও জায়গা নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন