বিশ্ব চ্যাম্পিয়নশিপে হতাশ করলেন ভারতের নীরজ চোপড়া। ছবি: রয়টার্স।
মাত্র ১৯ বছর বয়সে লন্ডন অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। ১২ বছর পর জ্যাভেলিনে বিশ্বচ্যাম্পিয়ন হলেন তিনি। টোকিয়োতে ৮৮.১৬ মিটার ছুড়ে সোনা জিতলেন তিনি। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতলেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। তিনি ছুড়লেন ৮৭.৩৮ মিটার। ৮৬.৬৭ মিটার ছুড়ে ব্রোঞ্জ জিতলেন আমেরিকার কার্টিস থম্পসন।
চমক দিলেও অল্পের জন্য পদক হাতছাড়া হল ভারতের সচিন যাদবের। .৪০ মিটার কম ছোড়ায় চার নম্বরে শেষ করতে হল তাঁকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিন থেকে খালি হাতে ফিরল ভারত।
বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিলেন টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়াও। আট নম্বরে থেকে বাদ পড়লেন তিনি। পাকিস্তানের নাদিমের পর হতাশ করলেন ভারতের নীরজও।
কেশর্ন ওয়ালকট শীর্ষে ব্যবধান আরও বাড়ালেন। ৮৮.১৬ মিটার ছুড়লেন তিনি। শীর্ষেই রয়েছেন তিনি।
আবার ৮৫ মিটারের কাছে ছুড়লেন সচিন। নীরজের থেকে ভাল খেলছেন তিনি। চার থ্রোয়ের পর চার নম্বরেই থাকলেন ভারতের সচিন।
ভাল দিন যাচ্ছে না নীরজের। চার থ্রোয়ের পর আট নম্বরে রয়েছেন তিনি। এখনও কোনও রকমে টিকে রয়েছেন টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী।
বিদায় নিলেন আরশাদ নাদিম। ১০ নম্বরে শেষ করলেন তিনি। চার থ্রোয়ের পর আর সুযোগ পাবেন না নাদিম। হতাশ করলেন পাকিস্তানের জ্যাভেলিন খেলোয়াড়।
চতুর্থ থ্রোয়ের খারাপ করলেন নীরজ। মাত্র ৮২.৮৬ মিটার ছুড়লেন তিনি। এখনও আট নম্বরেই রয়েছেন নীরজ।
আবার ফাউল থ্রো করলেন নাদিম। চারটি থ্রোয়ের পর তাঁর সেরা ৮২.৭৫ মিটার।
ফর্মে রয়েছেন ভারতের সচিন যাদব। তৃতীয় থ্রোয়ে ৮৫.৭১ মিটার ছুড়লেন তিনি। দু’বার নিজের সেরা থ্রো ভাঙলেন তিনি।
তৃতীয় থ্রোয়ে ফাউল করলেন নীরজ। ভারতের প্রতিযোগীর সেরা থ্রো ৮৪.০৩ মিটার।
বদলে গেল শীর্ষস্থান। ত্রিনিদাদ ও টোব্যাগোর ওয়ালকট ৮৭.৮৩ মিটার ছুড়ে আপাতত শীর্ষে উঠে এসেছেন।
দ্বিতীয় থ্রোয়ে ফাউল করলেন সচিন। তবে এখনও তিন নম্বরে রয়েছেন তিনি।
গত দুই অলিম্পিক্সের সোনাজয়ী নীরজ ও নাদিমের উপর চাপ বাড়ছে। শেষ রাউন্ডে ওঠার আগে আর একটা করে থ্রোয়ের সুযোগ রয়েছে তাঁদের।
দ্বিতীয় থ্রোয়ে ফাউল করেছেন নাদিম। তবে নীরজ আগের থেকে ভাল ছুড়েছেন। আপাতত ৮৪.০৩ মিটার ছুড়েছেন তিনি।
দ্বিতীয় থ্রোয়ে ৮৭.৩৮ মিটার ছুড়লেন মিটার্স। আপাতত শীর্ষে পৌঁছে গিয়েছেন তিনি।
বিশ্বচ্যাম্পিয়নশিপে চমক দিলেন ভারতের আর এক জ্যাভেলিন থ্রোয়ার সচিন যাদব। প্রথম থ্রোয়ে তিনি ছুড়লেন ৮৬.২৭ মিটার। এটিই তাঁর ব্যক্তিগত সেরা থ্রো। প্রথম থ্রোয়ের পর আমেরিকার কার্টিস থম্পসনের (৮৬.৬৭ মিটার) পর দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
প্রথম থ্রোয়ে নাদিমের থেকে এগিয়ে নীরজ। নাদিম প্রথম থ্রোয়ে ৮২.৭৩ মিটার ছোড়েন। নীরজ ছুড়েছেন ৮৩.৬৫। আপাতত তৃতীয় স্থানে রয়েছেন নীরজ। নাদিম রয়েছেন পাঁচ নম্বরে।