Wrestlers' Protest

গঙ্গায় পদক ভাসাতে গিয়েও থমকালেন কুস্তিগিরেরা, কেন্দ্রকে পাঁচ দিনের সময়সীমা সাক্ষীদের

ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারির দাবিতে আন্দোলন করছেন কুস্তিগিরেরা। হরিদ্বারে গঙ্গায় নিজেদের পদক বিসর্জন দিতে গিয়েও দিলেন না কুস্তিগিরেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৭:৫৯
Share:

হরিদ্বারে গঙ্গায় পদক বিসর্জন দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন কুস্তিগিরেরা। ছবি: পিটিআই

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৯:৩৬ key status

ঘটনাস্থল ছাড়লেন কুস্তিগিরেরা

হর কি পৌড়ী ঘাট ছাড়লেন কুস্তিগিরেরা। তাঁদের সেখান থেকে বার করে নিয়ে গেলেন কৃষক নেতারা। 

শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৯:৩৫ key status

কেন্দ্রকে পাঁচ দিনের সময়সীমা কুস্তিগিরদের

কেন্দ্রকে পাঁচ দিনের সময়সীমা দিয়েছেন কুস্তিগিরেরা। যদি পাঁচ দিনের মধ্যে তাঁদের দাবি না মেটে তা হলে আবার গঙ্গায় পদক বিসর্জন দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। 

Advertisement
শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৯:৩৪ key status

সিদ্ধান্ত বদল কুস্তিগিরদের

কৃষক নেতাদের পরামর্শে সিদ্ধান্ত বদল করলেন কুস্তিগিরেরা। মঙ্গলবার গঙ্গায় পদক বিসর্জন দিলেন না তাঁরা। 

শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৯:১৭ key status

ঘটনাস্থলে উপস্থিত কৃষক নেতারা

কৃষক নেতারা এসে উপস্থিত হয়েছেন সেখানে। তাঁরা কুস্তিগিরদের সঙ্গে কথা বলছেন। তাঁরা যাতে পদক গঙ্গায় বিসর্জন না দেন সেই অনুরোধ করছেন কৃষক নেতারা। আলোচনা চলছে। 

Advertising
Advertising
শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৮:৪৩ key status

পদক বিসর্জন না দেওয়ার অনুরোধ সাধুদের

কুস্তিগিরদের কাছে এসেছেন বেশ কয়েক জন সাধু। তাঁরা জানিয়েছেন, কুস্তিগিরদের সমর্থন করতে এসেছেন। সেই সঙ্গে সাধুদের অনুরোধ, কুস্তিগিরেরা যেন পদক গঙ্গায় বিসর্জন না দেন। 

শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৮:৩৯ key status

এখনও বসে রয়েছেন কুস্তিগিরেরা

মাটিতেই বসে রয়েছেন সাক্ষী, বিনেশরা। তাঁদের চারদিকে মানবশৃঙ্খল করা হয়েছে। দু’এক জন ছাড়া পুলিশকর্মীদের দেখা মিলছে না। কুস্তিগিরেরা এখনও সংবাদমাধ্যমের সামনে কিছু বলেননি। 

শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৮:১৭ key status

কুস্তিগিরদের সমর্থনে উঠছে স্লোগান

কুস্তিগিরদের সমর্থনে স্লোগান দিচ্ছেন সাধারণ মানুষ। অনেকে আবার কুস্তিগিরদের কাছে আবেদন করছেন, তাঁরা যেন পদক বিসর্জন না দেন। মাটিতে বসে পড়েছেন সাক্ষীরা। চোখে জল। যত সময় এগোচ্ছে তত ভিড় বাড়ছে হর কি পৌড়ী ঘাটে। ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতেও স্লোগান উঠছে সেখানে। 

শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৮:১৫ key status

কান্নায় ভেঙে পড়লেন সাক্ষীরা

হর কি পৌড়ী ঘাটে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন সাক্ষী মালিক, বিনেশ ফোগটেরা। বুকের কাছে একটি বাক্সে নিজেদের সব পদক ধরে রেখেছেন তাঁরা। সাক্ষীদের ঘিরে রয়েছেন পরিবারের লোকেরা। স্থানীয় অনেক মানুষ ভিড় করেছেন সেখানে। 

শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৭:৫৫ key status

হরিদ্বারে পৌঁছলেন কুস্তিগিরেরা

বিকাল ৫টা নাগাদ হরিদ্বারে পৌঁছে যান সাক্ষী মালিক, বিনেশ ফোগটেরা। সঙ্গে অলিম্পিক্স পদক-সহ বাকি সব পদক নিয়ে গিয়েছেন তাঁরা। 

শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৭:৫৩ key status

পদক বিসর্জনের দাবি সাক্ষীদের

মঙ্গলবার সকালেই অলিম্পিক্স পদকজয়ী সাক্ষী বলেন, ‘‘এই পদকগুলো আমাদের প্রাণ। আজ এগুলো গঙ্গায় ফেলে দেওয়ার পর আমাদের বেঁচে থাকার আর কোনও মানে নেই। তাই পদক ফেলে দেওয়ার পর ইন্ডিয়া গেটের সামনে আমরা আমরণ অনশনে বসব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement