Luis Enrique

Luis Enrique : জার্মানিকে গুরুত্ব দিচ্ছেন না এনরিকে

এনরিকে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে স্পেন ফুটবলের পারফরম্যান্স জার্মানিকে অস্বস্তিতেই রাখবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২২ ০৮:৫৯
Share:

লুইস এনরিকে। ফাইল চিত্র।

মরুশহরে বিশ্বকাপ অভিযানে গ্রুপ পর্বেই তাঁর দলকে লড়াই করতে হবে জার্মানির বিরুদ্ধে। তবে তা নিয়ে উদ্বিগ্ন নন লুইস এনরিকে। স্পেন দলের কোচ সাফ জানিয়ে দিয়েছেন, জার্মানির মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাঁর দল।

Advertisement

গ্রুপ ‘ই’তে স্পেনের সঙ্গে রয়েছে ২০১৪ সালের বিশ্বসেরা জার্মানি, জাপান এবং নিউজ়িল্যান্ড অথবা কোস্টা রিকার মধ্যে একটি দল। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রুপ পর্বেই স্পেনকে বেশ চাপে থাকতে হবে। কিন্তু এনরিকে তা মানতে রাজি নন। শনিবার স্পেনের সংবাদমাধ্যমকে প্রাক্তি বার্সেলোনা ম্যানেজার বলেছেন, ‘‘বিশ্বকাপে কোনও দেশই খুব সহজ প্রতিপক্ষ যে পেয়েছে, তা আমি মনে করি না। আমাদের ক্ষেত্রেও সে কথা প্রযোজ্য।’’ তিনি আরও বলেছেন, ‘‘জার্মানির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে গ্রুপ পর্বেই খেলাকে আমি ইতিবাচক বলেই মনে করছি। আমাদের দল কতটা তৈরি রয়েছে, তার পরীক্ষা শুরুতেই হয়ে যাবে। তখন কোনও জায়গায় ফাঁক রয়েছে, তা চিহ্নিত করে নিজেদের শুধরে নিতে পারব।’’

এর পরেই খোলস ছেড়ে বেরিয়ে আসেন ফেরান তোরেসদের গুরু। তিনি বলেন, ‘‘এই গ্রুপে জার্মানিকে দেখার পর থেকেই অনেকে ধরে নিয়েছেন যে, ওই ম্যাচে আমরা হেরেও যেতে পারি। সেখানেই আপত্তি রয়েছে আমার। এই নতুন স্পেনের সবচেয়ে বড় বিশেষত্ব হল, যে কোনও পরস্থিতিতে মাথা ঠান্ডা রেখে নিজেদের সেরা খেলা তুলে ধরতে সক্ষম।’’ যোগ করেন, ‘‘আমি বরং মনে করি, জার্মানিকে হারিয়ে দেওয়ার ক্ষমতা এই স্পেন দলের রয়েছে। মনে রাখবেন আমরা যেমন জার্মানির খেলার ধরন সম্পর্কে ওয়াকিবহাল, ওরাও জানে স্পেন ফুটবলের চেহারা কতটা পাল্টে গিয়েছে। তার ঝলক সকলেই দেখেছেন গত বছরের ইউরো প্রতিযোগিতায়। ফলে জার্মানিকে নিয়ে আলাদা ভাবে চিন্তা করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি না।’’

Advertisement

এনরিকে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে স্পেন ফুটবলের পারফরম্যান্স জার্মানিকে অস্বস্তিতেই রাখবে। তিনি বলেছেন, ‘‘জার্মানির খেলা আমিও দেখেছি। কেমন যেন মনে হয়েছে, ওরা খেলাটাকে অহেতুক জটিল করে তুলে ছন্দ হারিয়ে ফেলে। তবে ধরেই নিচ্ছি, হ্যান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পরে জার্মানির খেলার আদল অনেকটা পাল্টেছে। আমাদের লক্ষ্য থাকবে জার্মানির মতো দলকে শুরু থেকে আক্রমণের মুখে ফেলে দিতে পারলে জয়ের কাজটা সহজ হয়ে যাবে।’’ যোগ করেন, ‘‘তবে এই মুহূর্তে এই নিয়ে বিশদে পর্যালোচনা করার প্রয়োজন নেই। হাতে এখনও সময় রয়েছে।’’

তবে জার্মানি শিবির ভাবতে শুরু করে দিয়েছে স্পেনকে নিয়ে। দলের নির্ভরযোগ্য তারকা টমাস মুলার যেমন জানিয়েছেন, স্পেনের সঙ্গে লড়াইটা খুব আকর্ষণীয় হতে চলেছে। জার্মানির এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মুলার বলেছেন, ‘‘আমার কাছে এই ম্যাচটা খুব আকর্ষণীয় হতে চলেছে। গতবারের ইউরো থেকেই স্পেন আবার নিজের চেনা ফুটবল ঘরানায় ফিরতে শুরু করেছে। ম্যাচে আগের মতো প্রচুর পাস খেলছে। ফলে ওদের হাল্কা ভাবে দেখতে গেলে বড় বিপদ ঘনিয়ে আসতে পারে।’’

২০২০ সালে নেশনস লিগে স্পেন ৬-০ গোলে হারিয়েছিল জার্মানিকে। সেই প্রসঙ্গ উঠে এসেছে দলের কোচ ফ্লিকের মুখে। তিনি বলেছেন, ‘‘আমি তো মনে করি, এই গ্রুপটা বেশ কঠিন। বিশেষ করে, স্পেনের মতো দল যেখানে রয়েছে, তখন আমাদের সাবধানে থাকতেই হবে। ইউরোতে স্পেনের খেলা আমি দেখেছি। এনরিকে দায়িত্ব নেওয়ার পরে স্পেন আবার তার চেনা ঘরানায় ফিরে গিয়েছে। নতুন একঝাঁক ফুটবলার উঠে এসেছে। সবদিক থেকে সর্পেন এখন আগের চেয়ে অনেক বেশি সংহত এবং পরিণত হয়ে উঠেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন