বিতর্কে সুয়ারেজ

বিশ্বফুটবলের ‘ব্যাড বয়’ লুইস সুয়ারেজ আবার বিতর্কে। বুধবার রাতে আটলেটিকো মাদ্রিদের ফিলিপে লুইসকে খারাপ ট্যাকল করেন সুয়ারেজ। ম্যাচ শেষে নিজের সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাকাউন্টে সেই ট্যাকল থেকে পাওয়া চোটের ছবি পোস্ট করেন লুইস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৬ ০৪:১১
Share:

ছবি টুইটার।

বিশ্বফুটবলের ‘ব্যাড বয়’ লুইস সুয়ারেজ আবার বিতর্কে।

Advertisement

বুধবার রাতে আটলেটিকো মাদ্রিদের ফিলিপে লুইসকে খারাপ ট্যাকল করেন সুয়ারেজ। ম্যাচ শেষে নিজের সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাকাউন্টে সেই ট্যাকল থেকে পাওয়া চোটের ছবি পোস্ট করেন লুইস। জবাবে সুয়ারেজ বলেন, ‘‘ফুটবলটা পুরুষদের খেলা। সবাই যদি এ রকম চোটের ছবি পোস্ট করতে থাকে, তা হলে খেলাটা সার্কাসে পরিণত হবে।’’

সুয়ারেজ ঘিরে বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। প্রিমিয়ার লিগে থাকাকালীন চেলসির ব্র্যানিস্লাভ ইভানোভিচকে কামড়ে দশ ম্যাচ সাসপেন্ড হয়েছিলেন ‘এল পিস্তলেরো’।

Advertisement

এ দিকে, মেসির চোট় নিয়ে বার্সেলোনার কোচ এনরিকে বলে দিয়েছেন, ‘‘মেসির অভাব শুধু বার্সেলোনা কেন, পুরো ফুটবল টের পাবে। আমি জানি না ও কত দিন খেলতে পারবে না। কিন্তু মেসি না থাকা মানে ফুটবলেরই হার।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আটলেটিকো শক্তিশালী দল। কিন্তু আমি খুশি দলের পারফরম্যান্সে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement