মাফিয়াদের নিশানায় রোনাল্ডো, অভিযোগ মায়ের

আগামী ডিসেম্বরে প্যারিসে ব্যালন ডি’ওর পুরস্কার অনুষ্ঠান। তার একমাস আগে রোনাল্ডোর মায়ের এই চাঞ্চল্যকর অভিযোগে আলোড়ন পড়ে গিয়েছে ফুটবল বিশ্বে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৯ ০৪:০৮
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র

লিয়োনেল মেসির মতো তিনিও পাঁচ বারের ব্যালন ডি’ওর-খেতাবজয়ী। এ বারও খেতাবি দৌড়ে প্রবল ভাবে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু সি আর সেভেনের মা মারিয়া দোলোরেস দস স্যান্টোস আভেইরো মনে করেন, আরও বেশি সংখ্যায় ব্যালন ডি’ওর জিততে পারতেন রোনাল্ডো। ফুটবল মাফিয়াদের জন্য তা হয়নি। এখানেই শেষ নয়। তাঁর বিস্ফোরক অভিযোগ, ইংল্যান্ড বা স্পেনের নয় বলেই ফুটবল মাফিয়াদের নিশানায় রোনাল্ডো!

Advertisement

আগামী ডিসেম্বরে প্যারিসে ব্যালন ডি’ওর পুরস্কার অনুষ্ঠান। তার একমাস আগে রোনাল্ডোর মায়ের এই চাঞ্চল্যকর অভিযোগে আলোড়ন পড়ে গিয়েছে ফুটবল বিশ্বে। পর্তুগালের একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘ফুটবলে এখন মাফিয়াদের আধিপত্য। সব কিছুর নেপথ্যেই রয়েছে মাফিয়ারা। রোনাল্ডো যদি ইংল্যান্ড বা স্পেনের নাগরিক হত, তা হলে কখনও সমস্যায় পড়তে হত না। পর্তুগিজ বলেই মাফিয়াদের নিশানায় ও।’’ তাঁর মতে, এ বারের ব্যালন ডি’ওর পুরস্কার দেওয়া উচিত রোনাল্ডোকেই। তিনি বলেছেন, ‘‘এ বার ওর ব্যালন ডি’ওর জেতার ব্যাপারে আমি দারুণ আত্মবিশ্বাসী। কারণ, গত মরসুমে জুভেন্টাসের হয়ে সব কিছুই করেছে রোনাল্ডো। তাই ওর এই পুরস্কার জেতা উচিত।’’ এর পরেই তিনি যোগ করেছেন, ‘‘যদিও শেষ পর্যন্ত রোনাল্ডো ষষ্ঠ ব্যালন ডি’ওর জিতবে কি না তা বলতে পারব না।’’

একা রোনাল্ডোর মা নন, এর আগে জুভেন্টাস তারকার বোন এলমা দল স্যান্টোসও এই অভিযোগ করেছিলেন। প্রায় এক বছর আগে সোশ্যাল মিডিয়ার তিনি লিখেছিলেন, ‘‘দুর্ভাগ্যবশত আমরা একটা পৃথিবীতে বাস করি, যা ফুটবল মাফিয়া ও অর্থের প্রভাবে ভয়ঙ্কর হয়ে উঠেছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন